নয়াদিল্লি: অন্তত ১,০০০ বছর আঁচড় পড়বে না অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরের কাঠামোয়। তা এমন শক্তপোক্ত হবে যার ভূমিকম্পেও অক্ষত থাকবে। এমনকী পাশের সরযূ নদী যদি পথ পাল্টায় তবেও কিছু হবে না। আইআইটি ইঞ্জিনিয়ারদের দল সহ অসংখ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এই মন্দির নির্মাণের দায়িত্ব নিয়েছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এ কথা জানিয়েছেন।

সরযূ নদীর তীরে যেখানে মাটি খুঁড়ে মন্দিরের ভগ্নাবশেষ পাওয়া যায়, সেখানেই নতুন মন্দিরের ভিত তৈরি কঠিন কাজ কারণ বালি অত্যন্ত ঝুরঝুরে। চম্পত রাই বলেছেন, ভারতীয় ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, বালির সমস্যা সব কিছু মেনে নিয়েই শক্তপোক্ত কাঠামো গড়ে তুলবেন তাঁরা। প্রস্তাবিত সাইটের ৬০ মিটার নীচেও বালি পাওয়া গিয়েছে। ইসরোর কাছ থেকেও ছবি চাওয়া হয়েছে। জানা গিয়েছে, সরযূ নদী পাঁচবার তার গতিপথ পরিবর্তন করেছে, আগামী ৫০০ বছরে আবার করতে পারে। সব কিছু মাথায় রেখেই মন্দিরের ভিত গড়ে তোলা হচ্ছে।

বিশ্ব হিন্দু পরিষদের সহ সভাপতি চম্পত বলেছেন, ৩ বছরে অযোধ্যায় তৈরি হবে বিশাল রাম মন্দির। আগের থেকেও বড় হবে এই মন্দির, কারণ এবার বেশি জমি হাতে আছে। তিনি আরও বলেছেন, বিশেষজ্ঞরা ঠিক করেছেন, যেভাবে বাঁধের দেওয়াল প্রস্তুত হয়, সেভাবেই মন্দিরের কাঠামো গড়ে তোলা হবে। আইআইটি বম্বে, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি, লার্সেন অ্যান্ড টুব্রোর এবং টাকার বিশেষজ্ঞরা এই কাজে নেমেছেন। আগামী ২-৩ দিনে ভিত তৈরি হয়ে যাওয়ার কথা।

আগাগোড়া পাথরে তৈরি হবে রাম মন্দির। প্রতিটি তলার উচ্চতা হবে ২০ ফুট, দৈর্ঘ্য ৩৬০ ফুট ও প্রস্থ ২৩৫ ফুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্রর তত্ত্বাবধানে চলছে মন্দির তৈরির কাজ।