বাবা জেলে, মা ছেড়ে গিয়েছেন, সঙ্গী কুকুরের সঙ্গে রাস্তায় বাঁচছে উত্তর প্রদেশের ১০ বছরের এই শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2020 10:09 AM (IST)
যে চায়ের দোকানে অঙ্কিত কাজ করে, তার মালিক জানিয়েছেন, সে কারও থেকে উপহার নেয় না। এমনকী কুকুরের দুধও কিনে নেয় নিজের পয়সায়।
NEXT
PREV
লখনউ: অঙ্কিতের বয়স মোটে ১০। এই শীতে তার দিন কাটছে রাস্তায়। সঙ্গী বলতে একটা মোটে কম্বল আর কুকুর ড্যানি। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অঙ্কিত থাকে উত্তর প্রদেশের মুজফফরনগরে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যান তাকে। বাবা রয়েছেন জেলে। ছোট্ট অঙ্কিত নিজের খরচ এখন নিজেই চালায়। চায়ের দোকানে কাজ করে সে, ঘুমোয় ফুটপাথে। অবশ্য সে একেবারে একা নয়, সবাই ছেড়ে গেলেও তার সঙ্গে রয়েছে পোষা কুকুর ড্যানি। যে চায়ের দোকানে অঙ্কিত কাজ করে, তার মালিক জানিয়েছেন, সে কারও থেকে উপহার নেয় না। এমনকী কুকুরের দুধও কিনে নেয় নিজের পয়সায়। ড্যানি তাকে একলা ফেলে কোত্থাও যায় না, সে যতক্ষণ দোকানে কাজ করে, ড্যানি এক কোণে ঠায় বসে থাকে তার অপেক্ষায়।
অঙ্কিত ও তার কুকুরের এই শীতে এক কম্বলের নীচে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় জেলার এসএসপি অভিষেক যাদব স্থানীয় প্রশাসনকে তাকে খুঁজে বার করার নির্দেশ দেন। তাঁকে খুঁজে বার করা হয়েছে, এখন পুলিশ দেখাশোনা করছে তার। এসএসপি বলেছেন,অঙ্কিতের আত্মীয়স্বজনের খোঁজ করছেন তাঁরা। তার ছবি পাঠানো হয়েছে আশপাশের জেলার থানাগুলিতে। জেলা মহিলা ও শিশু কল্যাণ বিভাগেও খবর দেওয়া হয়েছে। যতদিন না পরিবারের খোঁজ মেলে ততদিন একটি বেসরকারি স্কুলে পড়বে সে। তাকে বিনামূল্যে পড়ানোর জন্য পুলিশের অনুরোধ ওই স্কুল মেনে নিয়েছে।
লখনউ: অঙ্কিতের বয়স মোটে ১০। এই শীতে তার দিন কাটছে রাস্তায়। সঙ্গী বলতে একটা মোটে কম্বল আর কুকুর ড্যানি। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অঙ্কিত থাকে উত্তর প্রদেশের মুজফফরনগরে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যান তাকে। বাবা রয়েছেন জেলে। ছোট্ট অঙ্কিত নিজের খরচ এখন নিজেই চালায়। চায়ের দোকানে কাজ করে সে, ঘুমোয় ফুটপাথে। অবশ্য সে একেবারে একা নয়, সবাই ছেড়ে গেলেও তার সঙ্গে রয়েছে পোষা কুকুর ড্যানি। যে চায়ের দোকানে অঙ্কিত কাজ করে, তার মালিক জানিয়েছেন, সে কারও থেকে উপহার নেয় না। এমনকী কুকুরের দুধও কিনে নেয় নিজের পয়সায়। ড্যানি তাকে একলা ফেলে কোত্থাও যায় না, সে যতক্ষণ দোকানে কাজ করে, ড্যানি এক কোণে ঠায় বসে থাকে তার অপেক্ষায়।
অঙ্কিত ও তার কুকুরের এই শীতে এক কম্বলের নীচে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় জেলার এসএসপি অভিষেক যাদব স্থানীয় প্রশাসনকে তাকে খুঁজে বার করার নির্দেশ দেন। তাঁকে খুঁজে বার করা হয়েছে, এখন পুলিশ দেখাশোনা করছে তার। এসএসপি বলেছেন,অঙ্কিতের আত্মীয়স্বজনের খোঁজ করছেন তাঁরা। তার ছবি পাঠানো হয়েছে আশপাশের জেলার থানাগুলিতে। জেলা মহিলা ও শিশু কল্যাণ বিভাগেও খবর দেওয়া হয়েছে। যতদিন না পরিবারের খোঁজ মেলে ততদিন একটি বেসরকারি স্কুলে পড়বে সে। তাকে বিনামূল্যে পড়ানোর জন্য পুলিশের অনুরোধ ওই স্কুল মেনে নিয়েছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -