গতকাল অসংখ্য দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লব-কুশ দুই ভাইয়ের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ দেখে আবেগে ভেসে গিয়েছেন তাঁরা। দেখুন এমনই কিছু টুইট
রামানন্দ সাগরের এই সিরিয়াল সব থেকে বেশি মানুষের দেখা বিনোদনমূলক অনুষ্ঠানের মর্যাদা পেয়েছে। টেলিভিশনে তো বটেই, ইন্টারনেটেও বহু দর্শক দেখছেন এই শো। আজ ৩ তারিখ, রামায়ণের শেষ এপিসোড সম্প্রচারিত হবে।