মুম্বই: প্রকাশ্যে এল রণবীর কপূর ও ক্যাটরিনা কাইফের বহু প্রতীক্ষিত ‘জাগ্গা জাসুস’ ছবির ট্রেলার। ভিডিওয় দেখা যাচ্ছে গোয়েন্দা জাগ্গা ওরফে রণবীর তার বাবার খোঁজে বেরিয়েছে। পথে দেখা হয় ক্যাটরিনার সঙ্গে, যে তাকে এই সন্ধানে সাহায্য করে।

[gallery ids="286667"]





ট্রেলারে একটিই ডায়ালগ, একেবারে শেষে। বাকিটা নানারকম শব্দ আর সুরের জলছবি। হাতি, উটপাখি, বাঘ, প্যান্থার-নানাধরনের জীবজন্তু রয়েছে এতে। বোঝা যাচ্ছে, জাগ্গা জাসুসের দুনিয়ায় বিস্ময়ের অভাব নেই।
দেখা যাক ছবির ট্রেলার