রণবীর কপূর এবং তাঁর মা নীতু কপূরের নাকি করোনা ধরা পড়েছে। এই 'তথ্যে' সোশ্যাল মিডিয়া সকাল থেকেই উত্তাল। কিন্তু স্বস্তির কথা হল, রণবীরের বোন ঋদ্ধিমা কপূর নিজে এ বার সোশ্যাল মিডিয়ায় জানালেন যে তাঁদের বাড়িতে এমন কোনও ঘটনা ঘটেনি। রণবীর এবং তাঁর মায়ের কোভিড আক্রান্ত হওয়ার খবরটি একেবারেই সত্য নয়, এটি গুজব।

ঋদ্ধিমা ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা সবাই সুস্থ আছি, ভাল আছি। দয়া করে আমাদের কোভিড আক্রান্ত হওয়ার গুজব রটাবেন না।


ঋদ্ধিমার এই পোস্টের প্রেক্ষিতে কেউ লিখেছেন যারা এমন কথা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আবার কোনও কোনও রণবীর ফ্যান লিখেছেন, আপনি এই খবরটা দিয়ে যে কতখানি শান্তি দিলেন বোঝাতে পারব না। প্রার্থনা করছি রণবীর এবং আপনারা ভাল থাকুন।

গতকাল রাত থেকেই অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে গোটা দেশই উদ্বিগ্ন। এরপর রণবীর ও তাঁর মায়ের খবর আরও উদ্বেগের জন্ম দেয়। সে সময়ে ঋদ্ধিমার পোস্ট খানিক স্বস্তি এনেছে।