নয়া দিল্লি: গভীর রাতে এক অবাক করা দৃশ্য। আকাশে আলোর ছটা। যেন অন্ধকারের চাদর সরিয়ে বেরিয়ে আসছে উজ্জ্বল কিছু। কয়েক সেকেন্ডের মধ্যেই শহরকে আলোয় ঢেকে দেয়। শুক্রবার গভীর রাতে দিল্লি ও রাজধানী অঞ্চলের বাসিন্দারা আলোকজ্জ্বল রাতের সাক্ষী থেকেছেন। 

Continues below advertisement

দেখা যাচ্ছে, অন্ধকার রাতের আকাশে জ্বলন্ত আগুনের রেখার মতো এগিয়ে চলেছে একটি আলোকবল। পরে মাঝ আকাশেই সেটি ভেঙে একাধিক খণ্ডে ছড়িয়ে পড়ছে যা দেখে রীতিমতো বিস্মিত দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ ও আলিগড়ের মানুষ। আকাশে আগুনের রেখা চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটির একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

অনেকে একে তুলনা করেছেন শুটিং স্টার এক্সপ্লশন এর সঙ্গে। আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাস ছোট উল্কাবৃষ্টির জন্য আসল সময়। যদিও নির্দিষ্ট কোনও উল্কাবৃষ্টির বাইরে থেকেও মাঝে মাঝে একক ফায়ারবল দেখা যেতে পারে। দিল্লির রাতের আকাশে এমন ঝলমলে দৃশ্য ঠিক তেমনই এক বিরল মুহূর্ত।

Continues below advertisement

 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি সম্ভবত এক ধরনের ‘বোলাইড’। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর প্রবল ঘর্ষণ ও তাপের কারণে উল্কাটি ভেঙে যায় এবং জ্বলতে থাকে। উল্কাপাত মোটেই অস্বাভাবিক নয়, তবে এত উজ্জ্বল এবং বড় আকারের ঘটনা একসঙ্গে এত মানুষ প্রত্যক্ষ করা বিরল।