মুম্বই : বুধবারের আগে পর্যন্ত বছর ৩৯-এর হৃষিকেশ সিং ভাবতেন, করোনা অতিমারীতেই সম্ভবতই জীবনের সবথেকে কঠিন সময় দেখতে হয়েছে তাঁকে। লকডাউনের পর তাঁর খবরের কাগজ বিক্রির ব্যবসা সবথেকে বেশি সমস্যার মুখে পড়েছিল। দীর্ঘদিন তাঁকে জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তায় কাটাতে হয়েছে।
কিন্তু, তাঁর প্রিয় কাস্টমার রতন টাটার মৃত্যু তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যে কোনটা তাঁর কাছে বেশি আঘাত, অতিমারী নাকি রতন টাটার মৃত্যু। কারণ, রতন টাটা রোজ তাঁর কাছ থেকে ১৪টি করে খবরের কাগজ কিনতেন। প্রায় দুই দশক ধরে হৃষিকেশ সিং টাটাদের খবরের কাগজ সরবরাহ করতেন। তিনি সংবাদ সংস্থা PTI-কে বলছেন, "উনি খুব ভাল মানুষ ছিলেন। গরিবের মসিহা।"
২০০১ সালে প্রিয় শিল্পপতির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কোলাবার বখতার বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টে থাকতেন টাটা। পরে এই ঠিকানা স্থানান্তরিত হয়ে যায় এর পাশের একটি প্রাইভেট বাংলো হালেকিতে। হৃষিকেশ সিং প্রিয় কাস্টমারের কথা স্মরণ করতে গিয়ে বলেন, "সকালে বাংলোর বাগানে বসতেন রতন টাটা। খবরের কাগজ পড়তেন এবং হাস্যময় মুখ।"
তাঁর দিকে তাকিয়ে হাত নাড়তেন টাটা। কখনো কখনো জিজ্ঞাসা করতেন কাজকর্ম কেমন চলছে। ছোটখাট এই কথোপকথনগুলোই তাঁর মনে গেঁথে রয়েছে। কয়েক বছর আগে হৃষিকেশের এক আত্মীয়ের ক্যানসার ধরা পড়ে। যা শুনে সঙ্গে সঙ্গে তাঁকে চিঠি লিখে দিয়েছিলেন রতন টাট। যাতে টাটা মেমোরিয়াল সেন্টারে দ্রুত চিকিৎসা করা যায়। এর পাশাপাশি ৫ লক্ষ টাকাও দিয়েছিলেন।
কিন্তু, অতিমারীর সময় আরও অন্যদের মতো রতন টাটারও পড়ার অভ্যাস পাল্টে যায়। তাঁরা খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেন। হৃষিকেশ বলছেন, টাটারা তখন ২টি কাগজ নিতেন। যা টাটা গ্রুপ পরিচালিত তাজ মহল হোটেল থেকে একটি ব্যাগে আসত। বৃহস্পতিবার রতন টাটার বাড়ির ঠিকানায় শেষবার কাগজ দিয়ে এসেছেন তিনি। পরে শত শত মানুষের সঙ্গে প্রিয় শিল্পপতিকে শেষ সম্মান জানাতে শেষযাত্রায় শামিল হন তিনিও।
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান-
জল্পনা শুরু হয়েছিল রতন টাটার মৃত্যুর (Ratan Tata Demise) পর। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। টাটা ট্রাস্টের (Tata Trust) নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা (Noel Tata)। শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।
কে এই নোয়েল টাটা
রতন টাটার মৃত্যুর পর থেকেই 67 বছর বয়সী নোয়েল টাটার নাম রতন টাটার উত্তরসূরি হিসাবে উটে আসছিল। আসলে রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। তিনি টাটা ট্রাস্ট সহ টাটা গ্রুপের সঙ্গে বহু বছর ধরে জড়িত। নেভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল। তিনি ইতিমধ্যেই স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডে একজন ট্রাস্টি।