মুম্বই:  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। টাটা সন্স-এর পক্ষ থেকে বুধবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে শিল্পপতির প্রয়াণের খবর। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। দেওয়া হবে গার্ড অফ অনার। 


কেন্দ্রের তরফে রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন অমিত শাহ। থাকবেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সারাদিন। বৃহস্পতিবারের জন্য নির্ধারিত একাধিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।


বয়সজনিত সমস্যা নিয়ে সোমবার থেকেই ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধ থেকেই জল্পনা শুরু হয়, তাঁর সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে। তবে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ। রয়েছেন আইসিইউতে। বুধবার রাতে জানা যায়, প্রয়াত বর্ষীয়ান শিল্পপতি।


আরও পড়ুন, আশ্বাস জুগিয়েও ফেরা হল না, প্রয়াত রতন টাটা, শিল্পজগতে নক্ষত্রপতন


রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে রাজনৈতিক ও বাণিজ্য জগতের কুশীলবরা। শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 


২০০০ সালে 'পদ্মভূষণ' সম্মান পান রতন টাটা। ২০০৮ সালে পান 'পদ্ম বিভূষণ সম্মান'। মহারাষ্ট্র, অসম সরকারও তাঁকে সম্মান প্রদান করে।  ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের থেকেও বিশেষ ভাবে সম্মানিত হন।                                                                                                                   


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে