ওড়িশা: অর্ধ শতাব্দী পরে বিরল যোগ এই বছরের রথযাত্রায় (Ratha Yatra 2024)। ৭ জুলাই, রবিবার বিকেলে রথের রশিতে টান পড়বে। পুরীর জগন্নাথধামে রথযাত্রায় যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। শনিবারই ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান ওড়িশার (Odisha) রাজ্যপাল রঘুবর দাস এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর নিয়ে বিশেষ আয়োজন করেছে ওড়িশার নতুন সরকার। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় রাষ্ট্রপতির শিকড়। রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যেই রথ উপলক্ষে ৭ ও ৮ জুলাই ছুটি ঘোষণা করেছেন।
বিশেষ ব্যবস্থা:
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পুরীর প্রশাসক সিদ্ধার্থশঙ্কর সোয়েইন জানিয়েছেন, সবার সাহায্য় নিয়েই রথযাত্রার সব প্রস্তুতি ঠিকমতোই চলছে। নিয়ম মেনেই সব চলছে। পুরীর এসপি পিনাক মিশ্র পিটিআই-কে জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের মোট ১৮০ প্ল্যাটুন নিরাপত্তা রক্ষী দায়িত্বে রয়েছেন। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বিশেষ গ্রিন করিডর ব্যবস্থা করা হয়েছে। AI-নির্ভর সিসিটিভি ক্যামেরার নিরাপত্তার ঘেরাটোপ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির জন্য তৈরি হয়েছে স্পেশাল বাফার জ়োন। এছাড়া ওড়িশার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য রয়েছেন ভিআইপি জ়োন।
সাধারণত একদিনেই রথযাত্রা পালিত হয়। কিন্তু এবার বিশেষ তিথির কারণে ২দিন ধরে এই উৎসব পালন করা হবে। এর আগে ১৯৭১ সালে ২দিন ধরে রথযাত্রা পালিত হবে। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে রাখা রয়েছে রথ। সেখান থেকে যাবে গুন্ডিচা মন্দিরে। সেখানে ১ সপ্তাহ থাকবে জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথ। রবিবার বিকেলে রথের রশিতে টান পড়বে। যাবতীয় রীতি-প্রথা মেনেই এবার শুরু হবে রথযাত্রা। রবিবারই পালিত হবে সব নিয়ম। এই বছর একইদিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। ৭ জুলাই পালিত হবে নবযৌবন দর্শন ও নেত্র উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পরে জ্বর আসে জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার। সেই কারণে স্নানযাত্রার পরে ১৫ দিন ধরে অন্তরালে থাকেন জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা। তারপরেই হয় এই নবযৌবন উৎসব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কাশ্মীরের কুলগামে গুলির লড়াই! নিকেশ ৪ জঙ্গি, শহিদ ২ জওয়ান