পুরী: রথযাত্রার দিনেই পুরীতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রথযাত্রা শুরুর কিছুক্ষণ পরেই পড়ে গিয়ে আহত কয়েকজন, স্থানীয় সূত্রে খবর। এর মধ্যে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা, স্থানীয় সূত্রে খবর। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির, সে ব্যাপারে প্রশাসনের তরফে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত,  দুপুর থেকেই ভিড়ের চাপ, ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। 


কিন্তু কেন এমন ঘটনা ঘটল? 


সূত্রের খবর, শ্রীক্ষেত্রতে বর্তমানে যেমন গরম, তেমনই জলীয় বাষ্পের আধিক্যর জেরে আর্দ্রতা বেড়েছে। এর মধ্যে প্রবল ভিড়। আবহাওয়ার সঙ্গে ভিড়ের জন্য এমন ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এমন আবহাওয়া থাকে। ফলে ভিড়ে অনেকেই অস্বস্তি বোধ করেন। সূত্রের খবর, ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।                                                                                       


স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং, মুখ্য সচিব মনোজ আহুজা এবং স্বাস্থ্য সচিব শালিনী পণ্ডিতও হাসপাতালগুলিতে ছুটে গিয়েছেন চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে। তাঁদের স্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছেন। 


এদিকে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হওয়ার রবিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে রথযাত্রা। সোমবার আবার শুরু হবে। রবিবার ৭ জুলাইয়ের পর সোমবার ৮ জুলাইও ওড়িশায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 


আরও পড়ুন, রথের দিনে মর্মান্তিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ জনের, গুরুতর আহত ৫০


এদিকে রথযাত্রার দিনে এমন ঘটনা কীভাবে ঘটল তা বর্ণনা করতে দিয়ে এক স্বেচ্ছাসেবক বলেন, 'ভগবান বলভদ্রের রথ একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ নিরাপত্তা কর্ডনের বাইরে ভিড় বেড়ে যায়। এদিকে, আমরা ভিড়ের মধ্যে মৃত বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে যাওয়ার পথে আমরা তাকে সিপিআর দিয়েছিলাম এবং হাসপাতালের ডাক্তার তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও পরে মৃত ঘোষণা করেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে