পুরী : নিয়ম ভাঙবেন না । এবার জগন্নাথ দেবের আচার পালন ও রথযাত্রা সংক্রান্ত বিষয়ে ইসকনকে বিশেষ বার্তা দিল পুরী মন্দির কর্তৃপক্ষ। ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি রথযাত্রার আগে ইসকনকে চিঠি লিখে জানাল বিশেষ আর্জি। পুরীর তরফে ইসকনকে বলা হল, রথাযাত্রা ও জগন্নাথের বিভিন্ন আচার অনুষ্ঠানের নির্দিষ্ট দিন-ক্ষণ, সময় আছে, সেগুলো লঙ্ঘন যেন না করা হয়। খবর, Deccan Herald সূত্রে। পুরীর স্পষ্ট বার্তা, বিশ্বজুড়ে ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান এবং রথযাত্রা সংক্রান্ত বিধিগুলি শাস্ত্র অনুমোদিত নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয়। সেই ঐতিহ্য যেন ইসকন লঙ্ঘন না করে। ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
ডেকান হেরাল্ডের ওই রিপোর্ট অনুসারে, পুরীর কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজা দিব্যসিংহ দেবের লেখা চিঠিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় ইসকন পরিচালিত কিছু মন্দিরে অন্য তারিখে পালন করা হচ্ছে স্নানযাত্রা বা রথযাত্রার মতো অনুষ্ঠানগুলি। বিশেষ করে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান নির্দিষ্ট দিন ছাড়া অন্যান্য দিনে পালন করা হয়েছে। ইসকন বিশ্বের বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের দিনও বদল করেছে। এ নিয়ে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গজপতি মহারাজা দিব্যসিংহ। তাঁর অভিযোগ, এই ধরনের প্রথা নির্দিষ্ট দিনে পালিত হয়। সেটা অন্যদিনে করা ধর্মীয় বিধি লঙ্ঘন করা। ওই চিঠি লেখা হয়েছে মায়াপুরের ইসকন গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান শ্রী গোবর্ধন দাস প্রভুকে । তাতে অনুরোধ করা হয়েছে, পৃথিবীর কোথাও কোনও ইসকন মন্দির বা ইসকনের কোনও কেন্দ্র যাতে শাস্ত্র ও ঐতিহ্য লঙ্ঘন না করে। শাস্ত্র অনুমোদিত নয় এমন তিথিততে যেন জগন্নাথের 'স্নানযাত্রা' বা 'রথযাত্রা'পালন না করে।
পুরীর কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজা দিব্যসিংহ দেবের লেখা চিঠিতে উল্লেখ, ভারতের বাইরে ইসকন দ্বারা চালিত মন্দিরগুলি পবিত্র ধর্মগ্রন্থে অনুমোদিত নয় এমন তারিখ বা তিথিতে স্নানযাত্রা বা রথযাত্রা উদযাপন করছে। তিনি এই প্রসঙ্গে লিখে , ইসকনের কয়েকটি পোস্টের নথিও শেয়ার করেন। তিনি উল্লেখ করেন যে নিউ ইয়র্ক সিটি, ক্যালগারি এবং লিসেস্টারের ইসকন মন্দিরগুলি এই ধরনের তিথি-বিচ্যুতি ঘটছে।
তিনি উল্লেখ করে দেন, পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের বিদ্বান পণ্ডিতরা ২০ মার্চ ভুবনেশ্বরে অনুষ্ঠিত সভায় ইসকন পণ্ডিতদের উত্থাপিত মতামতগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারপরেই পণ্ডিতরা ফের স্পষ্ট করে দিয়েছেন, 'স্নানযাত্রা' শুধুমাত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে (অর্থাৎ এই বছর ১১ জুন) পালিত হবে। রথযাত্রা কেবলমাত্র আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ এই বছর ২৭ জুন থেকে আষাঢ় শুক্লপক্ষ দশমী তিথি অর্থাৎ এই বছর ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য কোনও তিথিতে এই বিধি পালন করা মানে নিয়ম লঙ্ঘন। এখন দেখার ইসকন কী সিদ্ধান্ত নেয়।