রাজকোট: কিছুদিন আগেই ছেলের নামে অভিযোগ এনেছিলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বাবা অনিরুদ্ধসিংহ জাডেজা। ছেলে নাকি তাঁকে দেখেন না। এমনই অভিযোগ জানিয়েছিলেন জাডেজার বাবা। এবার সেই জল্পনাই উস্কে দিলেন তারকা অলরাউন্ডার। রাজকোট টেস্টে (Rajkot Test) ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন জাডেজা (Ravindra Jadeja)। আর এরপরই নিজের স্ত্রী-কে সেই পুরস্কার উৎসর্গ করলেন তিনি।


ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সেই ম্য়াচে ব্যাট হাতে শতরান হাঁকান ও মোট ৫ উইকেট নেন তারকা অলরাউন্ডার। BCCI.tv-র তরফে ভাগ করা একটি ক্লিপে বলেছেন, ''আমি এই প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কারটি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। আমার পিছনে ও সত্যিই কঠোর পরিশ্রম করেছে এবং করছেও। আমাকে সব রকম ভাবে সমর্থন করে ও।''


জাডেজা আরও বলেন, ''আমি এই উইকেটের চরিত্র জানি। প্রথম ইনিংসে ব্যাট করা সহজ। দ্বিতীয় ইনিংস থেকে বল ঘুরতে শুরু করে। রোহিত টসে জেতার পরেই বলেছিলাম, এটাই দরকার ছিল। প্রথমে ব্যাট করা। পরে বল করে ম্যাচ জিতে যাও। সেটাই হয়েছে। আমি রোহিতের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলাম। কারণ, তখন আর একটা উইকেট পড়লে সমস্যা হত। নিজের শক্তি অনুযায়ী শট খেলছিলাম। বল দেখে খেলছিলাম। আর কিছু ভাবিনি। উইকেট পেতে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক জায়গায় ক্রমাগত বল করতে হয়। ব্যাটারকে ভুল করতে বাধ্য করতে হয়। তার পরেই উইকেট পাওয়া যায়।''


কিছুদিন আগেই জাডেজার বাবা এক স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, ''জাডেজা আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। পুরো ঘটনার জন্য রিভাবার দিকেও আঙুলে তুলেছিলেন জাডেজার বাবা। তিনি জানিয়েছিলেন যে, রিভাবার জন্যই নাকি অশান্তি বেড়েছে। জাডেজার ওপর নাকি রিভাবা কালাজাদু করেছেন। আক্ষেপের সুরে অনিরুদ্ধসিংহ আরও বলেছিলেন যে ছেলেকে ক্রিকেটার না বানালেই হয়ত ভাল হত। যদিও পরে নিজের সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর স্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান জাডেজা। 



ভারত এই মুহূর্তে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল। আগামী শুক্রবার থেকে শুরু তৃতীয় টেস্ট।