মুম্বই: ইয়েস ব্যাঙ্ককে ভরাডুবি থেকে বাঁচাতে ৫০০০ কোটি টাকা বা তার বেশি ঋণ মকুব করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের হাতে নগদ টাকার অভাব দূর করতে ১৭ নম্বর ধারায় এই পদক্ষেপ করতে পারে তারা। এছাড়া ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে বর্তমান সুদের হারের কম সুদ নেওয়া যেতে পারে। আরবিআই হিসেব কষে বোঝার চেষ্টা করছে, ইয়েস ব্যাঙ্কের এই মুহূর্তে ঠিক কত নগদ টাকার প্রয়োজন।

ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে এগিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। এ জন্য তারা প্রকাশ করেছে ২৫০০ কোটির মত টাকার পুনর্গঠন প্রকল্প। এসবিআই ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার আজ জানিয়েছেন, তাঁরা ইয়েস ব্যাঙ্কের ২৬-৪৯ শতাংশ শেয়ার কেনার কথা ভাবছেন। আরও কয়েকটি বিনিয়োগকারী সংস্থা শেয়ার কেনায় আগ্রহী। আরবিআই এ জন্য যে পুনর্গঠন প্রকল্প করেছে, তাতে ব্যাঙ্কের শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী, ইয়েস ব্যাঙ্ক ও এসবিআইয়ের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠন প্রকল্প ২০২০।

তবে এ জন্য কিছু শর্তও রয়েছে। আরবিআই বলেছে, এসবিআই-কে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনতে হবে, অধিগ্রহণ হবে ৩ বছরের জন্য। ৩ বছর পর অংশীদারী কমিয়ে আনা যেতে পারে ২৬ শতাংশের নীচে। আর এসবিআই-কে ইয়েস ব্যাঙ্কের শেয়ার পিছু ১০ টাকা দাম দিতে হবে। তার মধ্যে ২ টাকা হবে ফেস ভ্যালু আর ৮ টাকা প্রিমিয়াম ভ্যালু। সব থেকে বড় কথা হল, ইয়েস ব্যাঙ্কের কোনও কর্মীরই চাকরি নিয়ে সঙ্কট নেই। যা যা সুবিধে তাঁরা পাচ্ছিলেন, সবই পাবেন আগের মত।