দেশে ফিরেই অবশ্য সুখবর পেলেন ঋদ্ধিমান সাহা। পুত্র সন্তানের বাবা হলেন বাংলার উইকেটকিপার। শুক্রবার রাতে ট্যুইট করে নিজেই সেই সুখবর দিলেন ঋদ্ধিমান। পোস্ট করলেন সদ্যজাতকের ছবিও।
ঋদ্ধিমান ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের আনন্দের ছোট্ট ঝুলি হাজির হয়ে গিয়েছে। আমি, রোমি (ঋদ্ধির স্ত্রীর ডাকনাম) এবং বড় দিদি আনভি (বঙ্গ উইকেটকিপারের কন্যা) আমাদের ছোট্ট পুত্র সন্তানকে স্বাগত জানাচ্ছি।’ সঙ্গে সদ্যোজাতকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেন ঋদ্ধিমান।
সোমবার থেকে রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। সেই ম্যাচ খেলতে শুক্রবারই রাজকোটে উড়ে গিয়েছে বাংলা দল। ফাইনালে খেলবেন ঋদ্ধিমানও। তবে স্ত্রীর পাশে থাকার জন্য তিনি শুক্রবার যাননি। পরে যোগ দিচ্ছেন দলের সঙ্গে।