নয়াদিল্লি: ব্যাঙ্কের লকারে আমানত রাখলে গুনতে হবে আরও টাকা। পুরোনো ও নতুন ব্যাঙ্কের লকার গ্রাহকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ১ জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম।


নতুন নির্দেশিকা অনুসারে- আমানতের লকার(deposit lockers) নিরাপদ হেফাজত(safe custody)ও নিবন্ধের সুবিধা(article facility)-র নিয়ম বদল করা হয়েছে। সংশোধিত নিয়মে লকারের ভাড়া বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কোন ব্যাঙ্কে লকারের পরিস্থিতি কী তা জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে।মূলত, ব্যাঙ্কগুলিতে খালি লকারের সংখ্যা ও আবেদনকারীদের (ওয়োটিং লিস্ট)অপেক্ষার তালিকা সম্পর্কে জানাতে বলেছে RBI।


কী রয়েছে নতুন নির্দেশিকায় ?


এবার থেকে লকার খোলার ক্ষেত্রে গ্রাহককে টার্ম ডিপোজিট রাখার জন্য বলতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই টার্ম ডিপোজিটের মধ্যে তিন বছরের লকারের ভাড়া ছাড়াও লকার খোলার টাকা নিয়ে নেবে ব্যাঙ্ক। লকারের ভাড়াটে ভাড়া না দিলে সমস্যা হতে পারে ব্যাঙ্কের। সেই কারণেই এই নতুন নিয়ম বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ম কেবল নতুন লকার  গ্রাহকদের জন্য লাগু হবে। পুরোনো গ্রাহকদের টার্ম ডিপোজিট দিতে বাধ্য করতে পারবে না ব্যাঙ্ক।
চাইলেই লকারে বেআইনি কিছু সরঞ্জাম রাখতে পারবেন না গ্রাহক। লকার নেওয়ার আগেই সেই চুক্তিপত্র স্টাম্প পেপারে স্বাক্ষর করিয়ে নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এবার থেকে তিন বছর লকারের ভাড়া না দিলে গ্রাহকের লকার ভাঙতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
লকার এগ্রিমেন্টের ক্ষেত্রে কোনও ধরনের বেআইনি চুক্তি রাখতে পারবে না ব্যাঙ্ক কর্তপক্ষ। চাইলে এই চুক্তিপত্রের রিভিউ করা যেতে পারে।
ক্লেইম সেটলমেন্টের ক্ষেত্রে বোর্ডের অনুমোদিত নীতি থাকতে হবে ব্যাঙ্কের।
প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের সম্পদের কোনও ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই প্রাকৃতিক দুর্যোগকে 'অ্যাক্টস অফ গড' বা ভগবানের কারণে হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তবে ব্যাঙ্কেরও দায়িত্ব থাকবে, তারা যেন এই ধরনের বিপর্যয় থেকে লকারকে সুরক্ষিত রাখেন। 
ব্যাঙ্কের শাখা অনুযায়ী খালি লকারের তালিকা জমা দিতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। সেখানে লকারের আবেদনকারী গ্রাহকের ওয়েটিং নম্বরও উল্লেখ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।