চেন্নাই: নিজের সামর্থ্য অত্যন্ত সীমিত। লকডাউনে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা, তাঁর ইডলি কেনার কেউ নেই। তার মধ্যেই ১ টাকায় ইডলি বিক্রি করে চলেছেন তামিলনাড়ুর কমলাথাল। ৮৫ বছরের বৃদ্ধার পণ, দাম তিনি বাড়াবেন না। শ্রমিকরা দলে দলে বাড়ি ফিরছেন, পথে থেমে তাঁর দোকান থেকে দুটো ইডলি খেয়ে যাবেন তাঁরা।


কমলাথালের আর এক নাম ইডলি আম্মা। গত ৩০ বছর ধরে চলছে তাঁর ইডলির ব্যবসা। ১ টাকায় ইডলি বিক্রি করে আগেও খবরে এসেছেন তিনি। কিন্তু করোনা লকডাউনের পর তাঁর ব্যবসা বিশ্রীভাবে মার খেয়েছে। বন্ধ রয়েছে কলকারখানা, যাঁরা আগে তাঁর দোকানে এসে সস্তায় ইডলি খেয়ে পেট ভরাতেন, তাঁরা কেউ নেই। কিন্তু জেদি ইডলি আম্মা এক টাকাতেই এখনও তাঁর ইডলি বেচে চলেছেন। নইলে বাড়ি ফেরার পথ ধরা শ্রমিকরা খাবে কী?

তাঁর খবর ছড়িয়ে পড়ায় আসা শুরু হয়েছে সাহায্য। অনেকে ইডলি তৈরির জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছেন তাঁকে, যাতে মাত্র ১ টাকায় গরিবের মুখে খাবার তুলে দিতে তাঁর কোনও সমস্যা না হয়।