নয়াদিল্লি: দেশে 'অমৃতকালে'র (Amrit Kaal) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শ্রেষ্ঠত্বে পৌঁছতে বেঁধে দেওয়া হয়েছে ২০৪৭-এর লক্ষ্যমাত্রা। কিন্তু এই সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব ছাড়লেন (Indian Citizenship)। কেন্দ্রীয় সরকার প্রদত্ত পরিসংখ্যান বলছে, ২০১১ থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন (Renouncement of Indian Citizenship)।


২০১১ সাল পর্যন্ত কত জন ভারতীয় নাগরিকত্ব ত্য়াগ করেছেন, সেই পরিসংখ্যান সামনে এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় প্রশ্নোত্তর চলাকালীন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পরিসংখ্যান তুলে ধরেন। তাতে ২০১১ থেকে এখনও পর্যন্ত, কোনও বছর, কত সংখ্যক মানুষ নাগরিকত্ব ছেড়েছেন, তা জানানো হয়। আর সেই পরিসংখ্যানেই উদ্বেগজনক হিসেব উঠে এসেছে।


রাজ্যসভায় কেন্দ্রের দেওয়য়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। এর মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ নাগরিকত্ব ত্যাগ করেছেন, ২ লক্ষ ২৫ হাজার ৬২০, যা যাবৎকালীন সর্বোচ্চ। সবচেয়ে কম সংখ্যক মানুষ দেশ ছাড়েন ২০২০ সালে, ৮৫ হাজার ২৫৬ জন। তবে সেই সময় অতিমারিত পরিস্থিতিতে স্তব্ধ ছিল চার পাশ। তার জন্যই সংখ্যা কম বলে মনে করা হচ্ছে। 


আরও পড়ুন: LIC Q3 Income: আট মাসে বিমা বিক্রি ১.২৯ কোটি, তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে আয়, আশঙ্কা আদানি প্রশ্নেই


রাজ্যসভায় জয়শঙ্কর জানিয়েছেন, ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেন ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ মানুষ। ২০১৫ সালে ১ লক্ষ ৪১ হাজার ৬০৩ নাগরিকত্ব ত্যাগ করেন। ২০১৭ সালে নাগরিকত্ব ত্যাগ করেন ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ মানুষ। ২০১৮ সালে ভারতের নাগরিকত্ব ছাড়েন ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৭। ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ এবং ২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০। ২০২২ সালে তা বেড়ে হয় ২ লক্ষ ২৫ হাজার ৬২০।


২০১১ সালে ভারতের নাগরিকত্ব ছাড়েন ১ লক্ষ ২২ হাজার ৮১৯, ২০১২ সালে ১ লক্ষ ২০ হাজার ৯২৩, ২০১৩ সালে ১ লক্ষ ৩১ হাজার ৪০৫ এবং ২০১৪ সালে ১ লক্ষ ২৯ হাজার ৩২৮ মানুষ। সব মিলিয়ে ২০১১ সালে থেকে এখনও পর্যন্ত ভারতের নাগরিত্ব পরিত্যাগ করা মানুষের সংখ্যা ১৬ লক্ষ ৬৩ হাজার ৪৪০।


ভারতের নাগরিকত্ব ছেড়ে, গত তিন বছরে সংযুক্ত আরব আমিরশাহির নাগরিকত্ব নেন পাঁচ জন। বিশ্বের মোট ১৩৫ দেশে নাগরিকত্ব পরিত্যাগ করা মানুষ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।