দিল্লি: মৃত্যুদণ্ডের দিন গুনছে নির্ভয়ার অপরাধীরা। এই সময় দোষীদের মন থেকে মৃত্যুদণ্ডের ভীতি কাটানোর জন্য ‘গারদ পুরাণ’ শোনানো উচিত বলে মনে করেন, জেল সংস্কারক প্রদীপ রঘুনন্দন। এই আর্জি জানিয়ে সংশোধনাগারের ডিরেক্টর জেনারেল সঞ্জীব গোয়েলকে চিঠিও লিখেছেন তিনি।
রঘুনন্দনের মতে, এই ‘গারদ পুরাণ’ মানুষের মন থেকে মৃত্যু ভয় দূর করে। এই পুরাণ বলে, মৃত্যুর ফলে শুধু আত্মা এক লোক থেকে অন্য লোকে যাত্রা করে। ১৬টি অধ্যায় ও ৯ হাজার শ্লোক সমন্বিত এই পুরাণ মানুষকে ভয়হীন ভাবে মৃত্যুর মুখোমুখি হতে সাহায্য করে।
তিনি আরও জানিয়েছেন, নির্ভয়ার অপরাধীদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, খুবই হতাশায় ভুগছে তারা। অনুমতি মিললেই তাদের ‘গারদ পুরাণ’ পাঠ করে শোনাতে চান রঘুনন্দন।
২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন প্যারামেডিক্যাল ছাত্রী। সেই ঘটনা নড়িয়ে দিয়েছিল সারা দেশকে। প্রশ্ন উঠেছিল রাজধানীর নিরাপত্তা নিয়ে। ঘটনায় দোষী সাব্যস্ত ৬ জনের মধ্যে ১ জন সেই সময় নাবালক ছিল। রিম্যান্ড হোমে কিছুকাল কাটিয়ে মুক্তি হয়ে যায় তার। আরেকজন আত্মহত্যা করে জেলের ভিতরেই।