নয়া দিল্লি: এপ্রিলেই রেকর্ড গরম দেখেছে দেশ। প্রতিদিনই যেন রেকর্ড। উত্তর থেকে পূর্ব ভারত কিংবা দক্ষিণভারত, একাধিক এলাকায় তাপপ্রবাহ জারি রয়েছে এখনও। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে তাপপ্রবাহ আরও যেন গুরুতর হয়ে উঠেছে। এরই মধ্যে নতুন একটি সমীক্ষা অনুসারে, দেশের ৯০ শতাংশ এলাকা 'অত্যন্ত বিপজ্জনক অঞ্চল' হিসেবে বিবেচ্য হয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সমীক্ষাটিতে বলা হয়েছে, ভারতের মধ্যে দিল্লি অত্যন্ত বিপজ্জনক তো বটেই, চরমতম আবহাওয়ার নিরিখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। বিজ্ঞানী কমলজিৎ রায়, এসএস রায়, আর কে গিরি এবং এপি দিমরি সহ ভূ বিজ্ঞান মন্ত্রকের প্রাক্তন সচিব এম রাজীবনের লেখা একটি গবেষণাপত্র অনুসারে, ভারতে ৫০ বছরে তাপপ্রবাহের জেরে ১৭ হাজার জনের বেশি প্রাণ গিয়েছে।
এর আগে ২০২১ এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছিল, ১৯৭১ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে ৭০৬টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। সম্প্রতি মহারাষ্ট্রের নভি মুম্বইতে একটি সরকারি পুরস্কার অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশের মধ্যে নজিরবিহীন। তাপমাত্রা এবং আর্দ্রতার বিচারে মানবদেহে কতটা গরম অনুভূত হয় তার একটি পরিমাপ হল- HI। সেই পরিমাপের সমীক্ষাতেই দেখা গিয়েছে, ভারতের ৯০ শতাংশেরও বেশি এলাকায় HI এর মান ভয়ঙ্কর বেশি। ফলে সেই এলাকাগুলিকে 'বিপজ্জনক' এর তালিকায় রাখা হয়েছে।
আরও পড়ুন, সপ্তাহজুড়ে সূর্যের তেজে পুড়বে এই রাজ্যগুলো, বাংলায় কতদিন চলবে এই কষ্ট?
এপ্রিলে যেভাবে গরম বেড়েছে তা অভূতপূর্ব। দেশের একাধিক এলাকার পাশাপাশি আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। কলকাতার তাপমাত্রা কালও ৪০ ডিগ্রির ওপরে ছিল। ঘরের পাশে সল্টলেকে পারদ ছিল ৪২ ডিগ্রির ঘরে।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম, দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় আজ চরম তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও আজ তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে। সপ্তাহান্তে রাজ্যে পরিস্থিতির বদল ঘটবে। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি।