Amazon Layoffs: গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া শুরু হয়েছিল অ্যামাজনে (Amazon)। প্রথম দফায় একধাক্কায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় ৯০০০- এর বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন সংস্থা। প্রথম দফায় মূলত কর্মী ছাঁটাই হয়েছিল রিটেল, ডিভাইস, রিক্রুটিং এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। এর পরের পর্যায়ে কর্মী ছাঁটাই করা হবে ads business, cloud computing, Twitch livestreaming এবং এইচআর টিম থেকে, এমনটাই জানা গিয়েছিল। সম্প্রতি শোনা গিয়েছে, এই পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হএয়ছিল ইন্টারনাল মেমো-তে। 


ছাঁটাই হওয়া কর্মীরা কী সুবিধা পাবেন


অ্যামাজনে এই দফায় ছাঁটাই হওয়া কর্মীরা severance প্যাকেজ পাবেন বলেই জানিয়েছেন সংস্থার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পল কোটাস। তাঁর কথায়, ছাঁটাই হওয়া কর্মীরা পরবর্তী ৬০ দিনের পুরো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। যেসব কর্মীরা নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে কর্মরত ছিলেন তাঁরা ৯০ দিনের সুবিধা পাবেন। 


মেটায় কর্মী ছাঁটাই 


দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। এমনিতেও মেটা সিইও মার্ক জুকেরবার্গ কর্মদক্ষতার উপর জোর দিয়েছেন, এটাই এখন সংস্থার লক্ষ্যমাত্রা। আর সংস্থায় দক্ষ কর্মী রাখার জন্যই নতুন করে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে।


কর্মী ছাঁটাই ডিজনিতেও


শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 


আরও পড়ুন- নতুন করে কর্মী ছাঁটাই শুরু মেটায়, এবার নিশানায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তালিকায় আর কারা?