নয়া দিল্লি: আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। কোভিড পরিস্থিতিতে গত দু’ বছর ধরে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে কিছু কাঁটছাঁট করা হলেও কমেনি জৌলুস। দিল্লির বিজয়চকে এবারও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ প্যারেডে দেশের সামরিক শক্তি তুলে ধরবেন দেশের তিন সেনাবাহিনী। যদিও এ বছর প্রধান অতিথিহীন প্রজাতন্ত্র দিবস। কোভিড আবহে কিছুটা অনাড়ম্বরেই পালিত হবে আজকের দিনটি।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় পতাকা উত্তোলনের পর, রাষ্ট্রপতি মরণোত্তর অশোক চক্র সম্মান তুলে দেবেন জম্মু কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামের স্ত্রীর হাতে। এরপর বায়ুসেনার চারটি হেলিকপ্টার তিন বাহিনীর হয়ে জাতীয় পতাকা নিয়ে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। বিজয়চকে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ফ্লাই পাস্টে অংশ নেবে ভারতীয় বায়ুসেনা।
আরও পড়ুন, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজধানীকে, 'নো-ফ্লাই জোন' ঘোষণা
এক নজরে দেখে নিন আজকের অনুষ্ঠানসূচী:
- দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
- সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি।
- ১০টা ১৫-য় রাজপথে পৌঁছবেন তিনি।
- ১০টা বেজে ১৮ মিনিটে রাজপথে পৌঁছনোর কথা উপরাষ্ট্রপতির।
- ১০টা ২১ থেকে ২৩-এ - রাজপথে পৌঁছবেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী।
- ১০টা ২৬-এ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত।
- ১০টা ২৮-এ জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোক চক্র প্রদান করবেন রাষ্ট্রপতি।
- ১০.৩০-এ আকাশে বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার। একটিতে থাকবে তেরঙ্গা এবং অন্য তিনটিতে থাকবে সেনাবাহিনীর তিনটি শাখার পতাকা। হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি।
- ১১টা ৪৪-এ রাজপথে কুচকাওয়াজ শেষ।