নয়াদিল্লি :  আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2022 ) । কোভিড পরিস্থিতিতে গত দু’ বছর ধরে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে কিছু কাঁটছাঁট করা হলেও কমেনি জৌলুস। দিল্লির রাজপথে এবারও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi ) । এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( President Kovind ) 


জাতীয় পতাকা উত্তোলনের পর, রাষ্ট্রপতি মরণোত্তর অশোক চক্র সম্মান তুলে দেবেন জম্মু কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামের স্ত্রীর হাতে। এরপর বায়ুসেনার চারটি হেলিকপ্টার তিন বাহিনীর হয়ে জাতীয় পতাকা নিয়ে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। রাজপথে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ফ্লাই পাস্টে অংশ নেবে ভারতীয় বায়ুসেনা। 


Republic Day 2022 Live : আজ ৭৩তম সাধারণতন্ত্র দিবস, সব খবর একনজরে


রাজধানী দিল্লিও পুলিশি নিরাপত্তায় মোড়া। দিল্লিকে  'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে।  রাজপথে আসা দর্শনার্থীদের জন্য ডাবল ডোজ কোভিড টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি পুলিশ ২0,000 টিরও বেশি বাহিনী মোতায়েন করেছে যার মধ্যে ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো এবং সিএপিএফ কমান্ডো রয়েছে। " জঙ্গি কার্যকলাপ রুখতে গত ২ মাস ধরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ দিল্লি সবসময়ই লক্ষ্য। এ বছরও আমরা সতর্ক রয়েছি। ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো, সিএপিএফ কমান্ডো সহ ২0,000 জনের বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে," দিল্লি পুলিশ কমিশনার, রাকেশ আস্থানা রবিবার একথা জানিয়েছেন।


 






নো-ফ্লাই জোন (No-Fly Zone) :  জাতীয় রাজধানীকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। ড্রোন, ইউএভি (UAV) এবং হট এয়ার বেলুন ওড়ানো নিষিদ্ধ। আকাশপথে কোনও উড়ন্ত বস্তু পরীক্ষা করার জন্য, একটি অ্যান্টি-ড্রোন টিমও রাখা হয়েছে।


যারা রাজপথে অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের জন্যও দিল্লি পুলিশ নির্দেশিকা জারি করেছে। সিটিং ব্লকগুলি সকাল ৭ টায় খোলা হয়েছে এবং দর্শকদের সেই অনুযায়ী আসতে পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত দর্শকদের অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে এবং তাদের সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটও আনতে হবে। ১৫ বছরের কম বয়সীদের অনুষ্ঠানস্থলে অনুমতি দেওয়া হচ্ছে না ।