নয়াদিল্লি: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের (74 Republic Day Parade) কুচকাওয়াজ! তবে রাজপথ নয়, কর্তব্যপথে (kartavya path)। প্রথম বার। এই বছর ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দেল ফতাহ অল-সিসি প্রধান অতিথি। একনজরে খুঁটিনাটি...





  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (president draupadi murmu) প্রজাতন্ত্র দিবসের উদযাপনের নেতৃত্ব দেবেন

  • সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কুচকাওয়াজ।

  • দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন দেখা যাবে এদিন।

  • কুচকাওয়াজের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্তত ৬ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় ১৫০ সিসিটিভি-র কড়া নজরদারি থাকবে কর্তব্য পথে যার মধ্যে অনেকগুলি হাই-রেজোলিউশন।

  • মিশরের সেনাবাহিনীর কম্বাইন্ড ব্যান্ড এবং মার্চিং কনটিনজেন্ট এই প্রথম এই কুচকাওয়াজে অংশ নেবে। 

  • এই কনটিনজেন্টে ১৪৪ জন সেনা থাকবে। মিশরীয় সেনাবাহিনীর প্রধান সমস্ত বিভাগের প্রতিনিধিরাই থাকবেন এখানে।

  • ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সরকারের ৬টি মন্ত্রক ও বিভাগের ট্যাবলো প্রদর্শন করবে এখানে। 

  • মূল থিম একটাই। অভ্যন্তরীণ শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, আর্থিক ও সামাজিক অগ্রগতি ও নারীর ক্ষমতায়নের ভিত্তিতে  'নতুন ভারতের উদয়'।

  • ৪৭৯ জন শিল্পী নৃত্যকলা প্রদর্শন করবেন। 'বন্দেমাতরম' প্রতিযোগিতার মাধ্যমে গোটা দেশ থেকে এই শিল্পীদের বেছে নেওয়া হয়েছে।

  • 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' প্রাপক ১১ জন শিশুও এদিনের কুচকাওয়াজে অংশ নেবেন।

  • গ্র্যান্ড ফিনালে-তে থাকবে তিন বাহিনীর ফ্লাই পাস্ট। তিন বাহিনীর বিমানই তাতে অংশ নেবে।

  • 'ভার্টিকাল চার্লি' ম্যানুভারে অংশ নেবে রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বাহিনীতে গত দুবছর ধরেই সামিল হয়েছে রাফাল। তবে এই প্রথম গোটা ফ্লিটের এক চতুর্থাংশ এতে অংশ নেবে।

  • সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ, নতুন পার্লামেন্ট ভবন তৈরিতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদেরও এবারের কুচকাওয়াজে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হয়েছে।

  • গত ২৩ জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী থেকে উদযাপন শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ২৯ জানুয়ারি 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠান দিয়ে। ওই দিন, সাড়ে তিন হাজার ড্রোন রাইসিনা হিলস আলোকিত করবে। 

  •                    


আর কোথায় কী...
এদিকে এর মধ্যেই ভারতীয় গণতন্ত্রের ধারক ও বাহক, তথা রক্ষাকর্তা অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টও রঙিন হয়ে উঠেছে তেরঙ্গায়। গত সন্ধে থেকেই আলোয় ঝলমল করছে আদালত চত্বর। আলোকসজ্জায় ঝলমলে দিল্লির রাষ্ট্রপতি ভবন। শুধু তেরঙ্গার আভায় সাজানোই নয়, আলোর খেলায় ঝকঝক করছে গোটা এলাকা।


আরও পড়ুন:'এপাং-ওপাং-ঝপাং...! এমন অখাদ্য জিনিস রাখবেন না', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক