নয়াদিল্লি: দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024)। অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে দিল্লি (Delhi)। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), প্রধান অতিথি হিসেবে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ, থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানীর কর্তব্যপথে শুরু হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। 


কখন কী হবে?
সকাল ১০টা ৫ মিনিটে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


সকাল ১০টা ২২ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন প্রধানমন্ত্রী। 


সকাল ১০টা ২৫ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 


সকাল ১০টা ২৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে থাকবেন এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ। 


প্রথমেই হবে জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত। 


সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানীর কর্তব্যপথে শুরু হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। বিজয়চক থেকে শুরু হয়ে লালকেল্লা ময়দানের দিকে এগোবে প্যারেড। 


বিকেল ৪টেয় আটারি-ওয়াঘা সীমান্তে হবে বিটিং দ্য রিট্রিট। 


নারী শক্তি উদযাপন:
এই বছরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম একসঙ্গে অংশ নিচ্ছে তিন বাহিনীর নারী শক্তি। শৌর্য ও সমর সম্ভারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে দেশের নানা প্রান্তের সংস্কৃতি। 


থাকছে কড়া নিরাপত্তা:
প্যারেড রুটে মোতায়েন থাকবে ৮ হাজার জওয়ান। গোটা এলাকা মোড়া থাকবে ১ হাজার সিসিটিভি ক্যামেরায়। 


বিশেষ আকর্ষণ:
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিচ্ছে ফরাসি বাহিনীর ৯৫ জন সদস্য। ৩৩ সদস্যের ফরাসি মিলিটারি ব্যান্ডও থাকছে কুচকাওয়াজে। ফ্রান্সের বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমানও থাকছে প্রজাতন্ত্র দিবসের সমারোহে। দিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাকরঁ। সন্ধে ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন মাকরঁ। আজ রাতের বিমানেই দিল্লি থেকে ফ্রান্সে ফিরে যাবেন তিনি

গুগল ডুডলে প্রজাতন্ত্র দিবস:
আজ মহাসমারোহে পালিত হতে চলেছে ভারতের ৭৫তম প্রজাতান্ত্রিক দিবস। আর এই দিনেই ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগল (Google Doodle)। এই দিনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্যারেড (Republic Day 2024)। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড (Republic Day Parade) দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।


আরও পড়ুন: স্মৃতির সরণিতে গুগল! ডুডলে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার দিনবদল