নয়াদিল্লি: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি (inflation)। চলতি বছরের এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক বা CPI বেড়ে হল ৭.৭৯ শতাংশ। মার্চে উপভোক্তা মূল্য সূচক ছিল ৬.৯৫ শতাংশ। ঠিক গতবছরের এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক ছিল ৪.২১ শতাংশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে উপভোক্তা মূল্য সূচক (consumer price index)। এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনায় মুখর বিরোধী দলগুলি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।


ঊর্ধ্বগামী দাম:
প্রতিদিন লাফিয়ে বাড়ছে প্রয়োজনীয় জিনিসের দাম। খাবার (food) থেকে ওষুধ (Medicine), দাম বাড়ছে সব কিছুরই। মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে দিন দিন নাজেহাল হচ্ছে জনতা। দাম ভাড়ছে তেল-গ্যাসের। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। খোদ সরকারি পরিসংখ্যান বলছে এপ্রিল মাসে ভারতে উপভোক্তা মূল্যস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে! যা গত আট বছরে সর্বাধিক। খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান (data) বলছে রান্নার তেল থেকে দুধ, আটা থেকে নুন— এ সবের দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে! গম, আটার দামও বেড়েছে। বাদাম-সোয়া-পাম-সূর্যমুখীর মতো ভোজ্য তেল রেকর্ড ছুঁয়েছে। এই সপ্তাহে কোনও জিনিসের যা দাম, পরের সপ্তাহেই বেড়ে যাচ্ছে সেটা। প্রতিদিনই পুরনো রেকর্ড ভেঙে দামের নতুন রেকর্ড করছে খাদ্যদ্রব্য। এই পরিস্থিতিতে কীভাবে চলবে সংসার? ভেবে কূল পাচ্ছেন না সাধারণ মানুষ।  ইউক্রেনে যুদ্ধের কারণে ভারতের বাজারে টান পড়েছে সূর্যমুখী তেলের। ওই দেশ থেকে ভাল পরিমাণ তেল আমদানি করে ভারত। আমদানি করে সারও। যুদ্ধের কারণে ধাক্কা খেয়েছে গোটা বিষয়টি। আর সেই কারণে বেড়েছে দাম, বলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। 


কবে কোথায় সূচক:
২০২২ সালের এপ্রিল: উপভোক্তা মূল্য সূচক বা CPI ৭.৭৯ শতাংশ
২০২২ সালের মার্চ: ওই সূচক ছিল ৬.৯৫ শতাংশ
২০২১ সালের এপ্রিল: সূচক দাঁড়িয়ে ছিল ৪.২১ শতাংশে


এমন ভাবে দাম বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, 'এমন পরিস্থিতি মধ্যবিত্তের জন্য অত্যন্ত চিন্তার। বেতনভুক মধ্যবিত্তের খুবই অসুবিধে হচ্ছে।'


সরব বিরোধীরা:
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ হঠাতে জলকামান ব্যবহার করে মধ্যপ্রদেশ সরকার। দাম বৃদ্ধি নিয়ে একাধিকবার কেন্দ্রকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বিঁধেছে বাম-কংগ্রেসও।  


আরও পড়ুন: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র