নয়াদিল্লি: সংবাদ সংস্থা রয়টার্সের X হ্যান্ডল আপাতত বন্ধ ভারতে। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ গিয়ে আর খোলা যাচ্ছে না, তাদের হ্যান্ডল বা কোনও পোস্ট। X-এর তরফে কারণ হিসেবে লেখা হয়েছে, 'আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই হ্যান্ডলটি ভারতে বন্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই মতো আপাতত রয়টার্সের হ্যান্ডলটি বন্ধ রাখা হয়েছে'। তাহলে কি ভারত সরকারের দাবি মেনেই হ্যান্ডলটি ভারতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে X? কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যদিও সেই অভিযোগ অস্বীকার করছে। (Reuters News)
কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারের তরফে X-এর কাছে এমন কোনও দাবি জানানো হয়নি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যে ওই মুখপত্র বলেন, "রয়টার্সকে ব্লক করার কোনও প্রয়োজনীয়তা বোধ করেনি কেন্দ্রীয় সরকার। এই সমস্যার সমাধান বের করতে X-এর সঙ্গে কাজ করছি আমরা।" রয়টার্সের সদর দফতর লন্ডনে। ভারতেও খবর পরিবেশন করে তারা। (Reuters X Account Withheld in India)
Deccan Herald জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, Operation Sindoor সংক্রান্ত পোস্ট নিয়ে যে কয়েকশো X হ্যান্ডল ব্লক করতে বলা হয়েছিল, তার মধ্যে রয়টার্সের X হ্যান্ডলটিও ছিল। সেই মতো বহু হ্যান্ডল ভারতে বন্ধ হয়ে গেলেও, এতদিন রয়টার্সের হ্যান্ডলটি চালু ছিল। হতে পারে এতদিন পর সেই দাবি মেনে পদক্ষেপ করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা X. তবে এখন আর তেমন বিধিনিষেধ নেই। তাই কেন হঠাৎ রয়টার্সের X হ্যান্ডল ব্লক করা হল, বোঝা যাচ্ছে না। এ নিয়ে X-এর কাছে জবাব চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে Deccan জানিয়েছে, Operation Sindoor চলাকালীন, গত ৭ মে X-কে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তা কার্যকর করা হয়নি। হতে পারে এতদিন পর, ভুল করে এখন সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করতে বলা হয়েছে।
Reuters-এর মূল হ্যান্ডলটি দেখা না গেলেও, তাদের অন্য যে হ্যান্ডল গুলি রয়েছে, Reuters Tech news, Reuters Fact Check, Reuters Asia, Reuters China, সেগুলি ভারতে খোলা যাচ্ছে। কোনও দেশের সরকারের তরফে দাবি জানানো হলে, আইনি পদক্ষেপ করা হলে এমন ব্যবস্থা নেয় X. তবে Reuters-এর মতো ঐতিহ্যশালী সংবাদ সংস্থার X হ্য়ান্ডল বন্ধ করায় প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র।