LIVE UPDATES: ঋষি কপূরের মুখাগ্নি করলেন পুত্র রণবীর, ছিলেন পরিবারের সদস্যরা
প্রবীণ অভিনেতার ভাই রণধীর কপূর জানিয়েছেন, ঋষি শ্বাসকষ্টে ভুগছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ভেন্টিলেটরে থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
প্রেক্ষাপট
মুম্বই: অসুস্থতার জেরে ফের হাসপাতালে ভর্তি করতে হল ঋষি কপূরকে। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছেন। বুধবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু রপূর।
প্রবীণ অভিনেতার ভাই রণধীর কপূর জানিয়েছেন, ঋষি শ্বাসকষ্টে ভুগছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ভেন্টিলেটরে থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
২০১৮ সালে ঋষির ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা হয়। গোটা সময়টা সঙ্গে ছিলেন স্ত্রী নীতু। দেশে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঋষি বলেছিলেন, ইনফেকশনে ভুগছেন তিনি। মুম্বইয়ে ফিরে আসার পর ভাইরাল ফিভারের জন্য ফের হাসপাতালে ভর্তি হন তিনি। তবে অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয়।
নীতু জানিয়েছেন, স্বামীর ক্যানসার হয়েছে জানতে পেরে প্রথমটা ভেঙে পড়েছিলেন তিনি। ভেঙে পড়েন ছেলে রণবীর, মেয়ে ঋদ্ধিমাও। কী করতে হবে, বুঝতে পারছিলেন না। তারপর ভাবেন, সমস্যা যখন হয়েইছে, তখন তার সঙ্গে যুঝতে হবে। ঋষি প্রথমে অস্বীকার করতে চাইছিলেন। ৪-৫ মাস নিজের মধ্যে ছিলেনই না তিনি। কিন্তু যখন বোঝা যায়, এটা নিয়েই বাঁচতে হবে, তখন অনেক মানসিক জোর পাওয়া যায়। গত ৫-৬ মাস ধরে ঋষি এখন মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী।
ঋষি বলেছেন, লোকে ভাবে, সিনেমাতেও দেখানো হয়, ক্যানসার ভয়ঙ্কর একটা রোগ। হ্যাঁ, সেটা ঠিকই। কিন্তু এখন তো তার চিকিৎসা সম্ভব, যদি প্রথম দিকে ধরা পড়ে। ক্যানসার সেরে যায়, তবে পরিবারকে পাশে থাকতে হবে। ছবিতে তো আমরা আবহ সঙ্গীত দিয়ে টিয়ে ক্যানসারের বদনাম করে দিয়েছি। কিন্তু আজ ক্যানসার চিকিৎসা করলে সারে, মানুষ সব ধরনের ক্যানসারের সঙ্গে লড়ছেন, শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে চলতে হবে।
ঋষিকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাঁকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে ফেরার পর শর্মাজি নমকিন নামে একটি ছবিতে জুহি চাওলার সঙ্গে শ্যুটিং শুরু করেন কিন্তু তাঁর অসুস্থতার কারণে শ্যুটিং বাতিল করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -