LIVE UPDATES: ঋষি কপূরের মুখাগ্নি করলেন পুত্র রণবীর, ছিলেন পরিবারের সদস্যরা

প্রবীণ অভিনেতার ভাই রণধীর কপূর জানিয়েছেন, ঋষি শ্বাসকষ্টে ভুগছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ভেন্টিলেটরে থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Apr 2020 04:51 PM

প্রেক্ষাপট

মুম্বই: অসুস্থতার জেরে ফের হাসপাতালে ভর্তি করতে হল ঋষি কপূরকে। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছেন। বুধবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন স্ত্রী...More

বলিউডে একটি যুগের অবসান। বিখ্যাত অভিনেতা ঋষি কপূরের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যও সম্পন্ন হল। তাঁর মুখাগ্নি করলেন ছেলে রণবীর কপূর। লকডাউনের জেরে শ্মশানে বেশি লোকজনে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। পরিবারের লোকজন এবং কিছু ঘনিষ্ঠ ব্যক্তিরাই শ্মশানে ছিলেন।