নয়াদিল্লি: যাঁর নাম শুনে কেঁপে উঠত পৃথিবীর তাবড় শক্তিশালী দেশ, সেই ওসামা বিন লাদেনের শেষ মুহূর্তের সাক্ষী তিনি। চোখে চোখ রেখে লাদেনের মাথায় গুলি গেঁথে দিয়েছিলেন। আমেরিকা নৌবাহিনীর সেই প্রাক্তন অফিসার এবার গাঁজার ব্যবসায় হাত দিলেন। গাঁজা বিক্রির লাইসেন্স রয়েছে তাঁর, রয়েছে নিজস্ব ব্র্যান্ডও। সেই ব্র্যান্ডের টাকা সমাজসেবার কাজে দান করবেন বলেও জানিয়েছেন। (Robert O'Neill)
আমেরিকার নৌবাহিনীর সুদক্ষ সৈনিক, যাঁরা জলে-স্থলে-আকাশে, সবরকম পরিস্থিতিতে শত্রুপক্ষকে নিকেশ করে দেওয়ার ক্ষমতা রাখে, তাঁরা US SEALহিসেবে পরিচিত। সেই US SEALs -একদা সদস্য রবার্ট ও’নিল। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেন নিধন অভিযানে শুধু যুক্তই ছিলেন না, তাঁর ছোড়া গুলিতেই মারা যান ৯/১১ হামলার চক্রী লাদেন। তিনিই এবার গাঁজার ব্যবসায় হাত দিলেন। (Osama Bin Laden)
New York Post-এ সেই নিয়ে খোলামেলা প্রতিক্রিয়াও জানিয়েছেন রবার্ট। জানিয়েছেন, গাঁজা বিক্রির লাইসেন্স আছে তাঁর কাছে। তাঁর সংস্থার নাম Operator Canna Co. ওণই সংস্থার মাধ্যমে নিউ ইয়র্কে গাঁজা সরবরাহ করবেন তিনি। সেখান থেকে যে টাকা আসবে, তা অঙ্গ হারানো সৈনিকদের জন্য দান করবেন।
রবার্টের কথায়, “সেনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই গাঁজার ব্যবসায় নামতে চেয়েছিলাম। নিজের সঙ্গীদের ভুগতে দেখেছি, আঘাত পেয়ে যন্ত্রণায় ভুগতে দেখেছি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হই-হট্টগোল কাটিয়ে শান্তি এনে দিতে পারে (গাঁজা)।”
Operator নামে যে গাঁজার সংস্থা খুলেছেন রবার্ট, তা নৌবাহিনীতে নিজের অভিজ্ঞতার নিরিখেই। নিজের জীবনী এবং পডকাস্টের নামও একই। সংস্থার যে ওয়েবসাইট, তার Logo-ও সবুজ রংয়ের। মাঝখানে গাঁজাপাতার নকশাটি যেন Bullseye. অব্যর্থ লক্ষ্যে গুলি ছোড়া পারদর্শিতার সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি নকশাটি।
এমনকি গাঁজার একাধিক পদও এনেছেন রবার্ট। সেই পদগুলির নামের সঙ্গেও সেনাবাহিনীর সংযোগ রয়েছে, যেমন- ‘Healer Indica’, ‘Warrior Saliva’, ‘Shooter Hybrid’. নিউ ইয়র্কের খামারবাড়িতে গাঁজা উৎপাদন করে, তা স্টেটেন আইল্যান্ড, কুইন্স, আপার ইস্ট সাইড, ম্যানহ্যাটনের সোহো-র দোকানে বিক্রি করা হবে। রবার্টের মতে, গাঁজা মানসিক শান্তি এনে দিতে পারে। চাপমুক্ত লাগে নিজেকে। মদ্যপান বা মুঠো মুঠও ওষুধ খাওয়ার থেকে গাঁজা সেবন নিরাপদ বলে মত তাঁর।