নয়াদিল্লি : প্রতিশ্রুতি মেনে গতবছর দীপাবলির আগেই ৭৫,০০০ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন নরেন্দ্র মোদি। তখনই ‘রোজগার মেলা’ ('Rozgar Mela' )কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। আবারও বহু যুবার হাতে চাকরি তুলে দিলেন মোদি। 


৭০ হাজার জনেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র      


মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৭০ হাজার জনেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। রোজগার মেলার উদ্দেশ্য ছিল কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সমস্যার জেরে অর্থনীতিতে যে আঘাত এসেছে, তার থেকে দেশের যুবসমাজকে রক্ষা করা। এবার নিয়োগপত্রগুলি চাকরিপ্রার্থীদের হাতে তুলে দিয়ে মঙ্গলবার মোদি বলেন, ভারতে বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই ক্রমাগত নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিপুল সংখ্যক যুবকও স্বনিযুক্তির প্রতি আগ্রহী হচ্ছে। কেন্দ্রের মুদ্রা যোজনা গ্যারান্টি ছাড়াই ব্যাঙ্ক থেকে ঋণ দেয়, তা কোটি কোটি যুবকদের সাহায্য করেছে। সরকারের সাহায্য পাওয়া যুবকরা এখন নিজেরাই অনেক যুবককে চাকরি দিচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোট ৭০ হাজার ১২৬ জনকে নিয়োগপত্র বিলি করেন। 






ইউপিএ সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ' এই কর্মসংস্থান অভিযান স্বচ্ছতা ও সুশাসনেরও প্রমাণ।  আমরা দেখেছি কীভাবে আমাদের দেশে পরিবারভিত্তিক রাজনৈতিক দলগুলো স্বজনপোষণ করে গিয়েছে।  এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও তারা স্বজনপ্রীতি ও দুর্নীতি করত। ' 


প্রধানমন্ত্রী আরও বলেন, ' আজ মুদ্রা যোজনা কোটি কোটি যুবককে সাহায্য করেছে। স্টার্ট-আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড-আপ ইন্ডিয়ার মতো প্রচারাভিযান তরুণদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। সরকারের সাহায্য পেয়ে স্বনিযুক্তি প্রকল্পে যাঁরা যুক্ত,  এখন নিজেরাই অনেক যুবককে চাকরি দিচ্ছে। '             


 






৫ দফায় ৪ লাখ ২৯ লাখ যুবককে নিয়োগপত্র 

কর্মসংস্থান মেলার মাধ্যমে  সরকার ৫টি কর্মসংস্থান মেলার মাধ্যমে ৪ লাখ ২৯ হাজার যুবককে নিয়োগপত্র দিয়েছে। ২০২২ সালের অক্টোবরে ৭১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র হস্তান্তর করা হয়। এরপর ২০২২ সালের নভেম্বরে ৭৫ হাজার, ২০২৩ সালের এপ্রিলে ৭১ হাজার এবং ২০২৩ সালের মে মাসে ৭১ হাজার, এখন ১৩ জুন ৭০ হাজার যুবকদের দেওয়া হল। কর্মসংস্থান মেলার আওতায় সরকার ২০২৩ সালের মধ্যে ১০ লাখ যুবককে সরকারি চাকরি দেওয়ার জন্য কাজ করছে।