নয়া দিল্লি: জনপ্রিয়তার নিরিখে মলদ্বীপকে হার মানাচ্ছে প্রয়াগরাজ? একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে এমনটাই। দেখা গিয়েছে, অন্যান্য বছরের চেয়ে এবারে মহাকুম্ভে ভক্তের সংখ্যা বেড়েছে অনেক বেশি এমনটাই দাবি। বিমানভাড়ার নিরিখে দেখা গিয়েছে মলদ্বীপের চেয়েও ভাড়া বেশি প্রয়াগরাজে যাওয়ার। প্রয়াগরাজ যাওয়ার বিমানের টিকিটের দাম বর্তমানে আকাশছোঁয়া। 


অভিযোগ, বিমানভাড়া নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকার কারণে সংস্থাগুলি টিকিটের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। চেন্নাই থেকে প্রয়াগরাজে যাওয়া ও আসার টিকিটের দাম ৬৪,০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। দিল্লি থেকে প্রয়াগরাজে যাওয়া-আসার টিকিটের মূল্য প্রায় ৪৯ হাজার টাকায় বিকোচ্ছে। যা মলদ্বীপ বা বালির মত জায়গায় ঘুরতে যাওয়ার খরচের তুলনায় অনেক বেশি।                                                                                                    


চেন্নাই এবং দিল্লি-বাদে কলকাতা, বেঙ্গালুরুর মত অন্যান্য শহর থেকেও প্রয়াগরাজে যাতায়াতের জন্য বিমানের টিকিটের দাম ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ স্নানের দিনগুলিতে এই ভাড়া বৃদ্ধির প্রবণতা আরও বেশি চোখে পড়ছে।  মৌনি অমাবস্যা স্নান (২৯ জানুয়ারি), বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি), এবং মহাশিবরাত্রির দিন (২৬ ফেব্রুয়ারি) অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে বিমান ভাড়ার।


আরও পড়ুন, সাধুবাবার পায়ের স্পর্শে ভ্যানিশ ক্যান্সার-সহ একাধিক রোগ! মহাকুম্ভে এ যেন মহা 'ভেল্কি'!


ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন) সোমবার মহা কুম্ভ চলাকালীন প্রয়াগরাজের বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাখার জন্য বিমান সংস্থাগুলিকে অনুরোধ করেছে। টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাও করেছে। 


যদিও ডিজিসিএর নির্দেশের পর থেকে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও প্রয়াগরাজের ফ্লাইট টিকিট বিক্রির চাহিদা যেমন রয়েছে, তেমন দামও অত্যাধিক রয়ে গেছে। ডিজিসিএ এবং সরকার বলেছে যে তারা দামের উপর নজর রাখছে এবং নির্দেশ জারি করবে এ বিষয়ে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে