নয়াদিল্লি: আজ রোজগার মেলা (Rozgar Mela 2023) করে, মাধ্যমে ৫১ হাজার তরুণ-তরুণীকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার নিয়োগপত্র দিলেন মোদি (PM Modi)।
নতুন নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন মোদির
নতুন নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে জানান যে, এই সংকল্প জাতির লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে অভয় দেন। তিনি বলেন, সরকারী প্রকল্পে প্রযুক্তির ব্যবহারে দুর্নীতি ও জটিলতায় যবনিকা টানা হয়েছে। সেখানে বেড়ে উঠেছে বিশ্বাসযোগ্যতা এবং স্বাচ্ছন্দ্য। প্রধানমন্ত্রী বলেন, 'লক্ষ লক্ষ তরুণ যখন সরকারি চাকরিতে যোগ দেয়, তখন নীতি বাস্তবায়নের গতি ও স্কেলও নয়া মাত্রা পায়। এদিন ফের চন্দ্রযান-৩ মিশনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন যে, একবিংশ শতাব্দীর ভারতের আকাঙ্খা অনেক বেশি। দেশবাসীর উদ্দেশে মোদির কথায়, আপনার দেখতে পাচ্ছেন যে, নয়া ভারত কী কাজ করছে ! যে নতুন ভারত চাঁদে তেরঙ্গা উত্তোলন করেছে, তার স্বপ্ন যে দিগন্ত ছোঁয়া'।
রোজগার মেলায় কোন কোন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে ?
সারাদেশে ৪৬টি স্থানে এ রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির সঙ্গে রাজ্য সরকার-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগ করা হয়েছে ৷ দেশের নির্বাচিত এই নতুন নিয়োগের মধ্যে পোস্ট বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় -সহ বিভিন্ন মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন, গাঁধী জয়ন্তী থেকে দশেরা,অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিনগুলিতে
প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) আগেই এনিয়ে জানিয়েছিল, 'রোজগার মেলা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ।' মোদি সরকারের আস্থা, রোজগার মেলা আরও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। যুবক-যুবতীদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে। নিয়োগপত্র তুলে দেওয়ার পরে, প্রধানমন্ত্রী তরুণ ও তরুণীদের সঙ্গে কথা বলবেন।এদিন দুপুর ৩টে নাগাদ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।