লখনউ: উত্তর প্রদেশের মুজফফরনগরের একদল অপরাধীর রেট চার্ট প্রকাশিত হয়েছে। তাতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোন অপরাধের জন্য কত টাকা নেয় তারা। মারধর, আহত করা, অপহরণ করা, হুমকি দেওয়া, খুন সব রকম রেট বেঁধে দেওয়া হয়েছে।

রেস্তোঁরায় রেট চার্ট তো সকলেরই প্রায় চেনা। চাল, ডাল, সর্ষের তেলের কত দর, তাও মুদির দোকানে টাঙিয়ে দেওয়া থাকে। এবার বাজারে চলে এল গুণ্ডামির রেট চার্ট। উত্তর প্রদেশের মুজফফরনগরের একদল গুণ্ডা একেবারে পেশাদারের ঢঙে নিজেদের পরিষেবার রেট চার্ট ছাপিয়ে দিয়েছে।

চার্টে রয়েছে পিস্তল হাতে একাধিক গুণ্ডার ছবি। সঙ্গে তাদের কোন কাজের কত দর। যেমন হুমকির দর সব থেকে কম, ১,০০০ টাকা মোটে। এরপর যদি আপনি উঠতে থাকেন, অর্থাৎ যদি কাউকে ঠেঙানোর দরকার পড়ে, তবে সে জন্য ৫,০০০ টাকা খরচ করতে হবে। আবার মেরে ফাটিয়ে দিতে হলে ১০,০০০ টাকা। আর যদি একেবারে খুন করাতে হয়? তার দর বেশ বেশি, ৫৫,০০০ টাকা।

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর আসরে নেমেছে পুলিশ। ওই তরুণের খোঁজ করছে তারা, যে এই পোস্ট আপলোড করেছে। জানা গিয়েছে, সে চারাথাভাল থানা এলাকার চৌকাদা গ্রামের বাসিন্দা, জনৈক পিআরডি জওয়ানের ছেলে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।