নয়াদিল্লি : আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে।


কিন্তু এতদিন পর্যন্ত আরএসএস (RSS) সেই পথে না হাঁটায় পড়েছিল তীব্র সমালোচনার মুখে। শেষমেশ অবশ্য তারা সোশালের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকাকে স্থান দিয়েছে। যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যে পদক্ষেপ ঘিরেও তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তীব্র আক্রমণ শানিয়ে কংগ্রেসের (Congress) কটাক্ষ '৫২ বছর ধরে জাতীয় পতাকার বিরোধীতা করেছে'। পাশাপাশি 'অ্যান্টি ন্যাশনাল' সংস্থা বলেও তাঁদের কটাক্ষ করেছে কংগ্রেস। যদিও গোটা বিষয় নিয়ে আরএসএসের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, 'যে কী বলছে সেটা নিয়ে না ভেবে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে আমাদের মতো করে উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছি।' সোশাল মিডিয়া প্রোফাইল পিকচার তেরঙ্গা করার পাশাপাশি আরএসএসের পক্ষ থেকে মোহন ভাগবত সহ শীর্ষ নেতৃত্বের জাতীয় পতাকা তোলার ভিডিও পোস্ট করা হয়েছে।






ইতিমধ্যে জাতীয় পতাকা ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদির আবেদন মেনে বিজেপি নেতারা ইতিমধ্যে তাঁদের প্রোফাইল পিকচারে তেরঙ্গাকে স্থান দিয়েছেন। যদিও কংগ্রেসের নেতারা হেঁটেছেন একটু ভিন্ন পথে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে স্থান দিয়েছেন তাঁদের প্রোফাইল পিকচারে।


কিছুদিন আগেই ন্যাশনার হেরাল্ড মামলায় ইডি-র ডাকের পর বিজেপি ও আরএসএস-কে এক আসনে বসিয়ে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছিলেন, 'প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে । ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান আজ বিজেপি এবং আরএসএসের নিয়ন্ত্রণে। আমার কাজ হল আরএসএসের ধারণাকে প্রতিহত করা এবং আমি তা করে যাচ্ছি।' আরও বলেন, ' যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার উপর আক্রমণ হবে l সাংসদ আরও বলেন, কিন্তু আমার কাজ হল আরএসএসের ভাবনাকে প্রতিহত করা। যত আমার উপর আক্রমণ হয়, তত আমার আনন্দ হয়। আমাকে এভাবে ভয় দেখানো যাবে না।'  


আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকের ভূমিকায় ছিল RSS', বিজেপি-কে বিঁধলেন সুজন