নয়াদিল্লি: ফের তিনটি করে সন্তান ধারণের পক্ষে সওয়াল বিজেপি-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। প্রত্যেক দম্পতির তিনটি করে সন্তান নেওয়া উচিত বলে মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, ভারতে মহিলাদের সন্তানধারণে হার এই মুহূর্তে ২.১। সন্তান জন্মের হার ৩ না হলে মনুষ্যজাতির অবলুপ্তি ঠেকানো যাবে না। প্রত্যেকেরই এটা মেনে নেওয়া উচিত বলে মত তাঁর। (RSS News)

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, "আমি তো পশুচিকিৎসক। সেখানে এই সমস্যা নেই। আমাদের দেশের জনসংখ্যা নীতি ২.১ হার সুপারিশ করে। গাণিতিক দৃষ্টিভঙ্গিতে ২.১ বলতে ২ বোঝায়। মানুষের .১ সন্তান বলে কিছু হয় না। তাই ২.১-এর অর্থ ৩। ভারতের প্রত্যেক নাগরিককে দেখতে হবে, বাড়িতে তিন সন্তান যেন থাকে। দেশের কথা ভেবেই বলছি।" (Mohan Bhagwat)

পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতের জনসংখ্যা ১৪৫ কোটি, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। কিন্তু জনসংখ্যার নিরিখে মানুষের জীবনের গুণমান একেবারেই উন্নত নয়। খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সবেতেই পিছিয়ে ভারত। এমন পরিস্থিতিতে তিন সন্তানের ভরণপোষণ যে মুখের কথা নয়, তাও স্বীকার করেছেন ভাগবত। কিন্তু তাঁর যুক্তি, "উদ্বেগও রয়েছে। জনসংখ্যা সম্পদও হতে পারে, আবার বোঝাও হয়ে উঠতে পারে। সন্তানকে খাওয়াতে তে হবে! তাই জনসংখ্যা নীতি প্রয়োজন। কিন্তু জনসংখ্যায় নিয়ন্ত্রণ যেমন প্রয়োজন, তেমনই জনসংখ্যা পর্যাপ্ত হওয়াও প্রয়োজন। তাই তিনটির বেশি হওয়া উচিত নয়, যাতে তাঁদের পালন করতে সমস্যা না হয়। এব্যাপারে সকলকে একমত হতে হবে।"

জাতি-ধর্ম নির্বিশেষে সমাজে সব শ্রেণির মধ্যেই শিশুর জন্মের হার কমছে বলে জানান ভাগবত। তাঁর কথায়, "সকলের মধ্যেই জন্মের হার কমছে। হিন্দুদের মধ্যে জন্মের হার আগে থেকেই কম ছিল। তাই তাদের মধ্যে আরও কমছে। অন্যদের মধ্যেও কমছে। আজ ওঁদেরও কমছে। প্রকৃতির আচরণ এমনই। জনসংখ্যা বেশি হলে কিছু ঘটে। তাই তিনের বেশিও হওয়া উচিত নয়, তিনের কমও হওয়া উচিত নয়। এর জন্য় নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। যাঁদের হাতে এখনও সুযোগ রয়েছে, তাঁদের চেষ্টা করা উচিত।"

এব্যাপারে চিকিৎসকদের সঙ্গেও  কথা হয়েছে বলে দাবি ভাগবতের। তাঁর বক্তব্য, "চিকিৎসকরা আমাকে বলেছেন যে সঠিক বয়সে বিয়ে হলে, তিনটি সন্তানের জন্ম দিলে, মা-বাবা এবং শিশু, সকলেই সুস্থ থাকেন। বাড়িতে ভাইবোনের সঙ্গে বেড়ে উঠলে অহঙ্কার সামলাতে শেখে শিশুরা, ভবিষ্যতেও কোনও সমস্যা হয় না। একথা চিকিৎসকরাই বলছেন।" এই প্রথমবার নয় যদিও। আগেও তিনটি করে সন্তানের পক্ষে সওয়াল করেন ভাগবত।