নয়াদিল্লি: জনসংখ্যার বৃদ্ধি না ঘটলে ধ্বংস হয়ে যাবে সমাজ-সংসার, মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের। জনসংখ্যাবৃদ্ধির হার ২.১ না হলে, সমাজের পতন ঘটবে বলে মন্তব্য করলেন তিনি। তাঁর মতে, অন্তত দুই থেকে তিন সন্তান নেওয়া উচিত সকলের। এই নীতি না মানায় বহু সভ্যতা, ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন তিনি। (Mohan Bhagwat)
নাগপুরে আয়োজিত একটি সভায় এমন মন্তব্য করলেন ভাগবত। তাঁর কথায়, "পরিবার সমাজের অংশ, পরিবার একটি ইউনিট। জনসংখ্যা হ্রাস পাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ লোকসংখ্যা শাস্ত্র অনুযায়ী, ২.১ অনুপাতের নীতে গেলেই সমাজ ধ্বংস হয়ে যাবে। কাউকে ধ্বংস করতে হবে না, নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে সমাজ।" (RSS Chief on Population)
ভাগবতের কথায়, "আমাদের দেশের জনসংখ্যা নীতি ঠিক হয় ১৯৯৮ অথবা ২০০২ সালে। সেখানেও বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নীচে যাওয়া উচিত নয়। আমাদের দুইয়ের বেশি প্রয়োজন, যা হল তিন। জনসংখ্যা বিজ্ঞান এমনটাই বলে। এই সংখ্যাটা ধরে রাখা প্রয়োজন, তবেই সমাজ টিকে থাকবে।"
২.১ হার নিয়ে ভাগবতের বক্তব্য, "মানুষের জন্মের হার ২.১ হতে পারে না। তাই দুই থেকে তিন সন্তানের জন্ম দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনসংখ্যাবৃদ্ধির হার সঠিক রাখা প্রয়োজন।" জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার বার্তা দিতেই ভাগবত এমন মন্তব্য করলেন বলে মনে করছেন তাঁর অনুগামীরা। ভাগবতের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
ভাগবতের মতে, জনসংখ্যা ভারসাম্য থাকলে, সমাজও স্থিতিশীল থাকবে, উন্নতি হতে বাধ্য। জনসংখ্যা হ্রাস পেলে অর্থনৈতিক ভাবেই নয় শুধু, সামাজিক এবং সাংস্কৃতিক ভাবেও সমাজের জন্য ক্ষতিকর। এতে দেশের ভবিষ্যৎ বিপদে পড়বে বলে মত তাঁর। এর আগেও জনসংখ্যার বিন্যাস নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। তাঁর যুক্তি ছিল, ভারতের একটি সুচিন্তিত জনসংখ্যা নীতি চালু করা উচিত, যা সব সম্প্রদায়ের উপর সমান ভাবে প্রযোজ্য হবে।