নাগপুর : করোনা সংক্রমিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন  ভাগবত। সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি ভর্তি রয়েছেন নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে। RSS -এর তরফে টুইটে জানানো হয়েছে, গতকাল দুপুরে করোনা সংক্রমিত হন মোহন ভাগবত। লক্ষণ সামান্য দেখা দিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 


গত সাত মার্চ নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কোভিড ভ্যাকসিন নেন RSS প্রধান। প্রথম ডোজ। তাঁর সঙ্গে সেদিন ভ্যাকসিন নিয়েছিলেন RSS সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশি। তবে তাঁরা কেউই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনও নেননি।  


এদিকে, গোটা দেশে যখন চোখ রাঙাচ্ছে করোনা মহারাষ্ট্রও তার ব্যতিক্রম নয়। শুক্রবার ৫৮ হাজার ৯৯৩ জন নতুন করে করোনা সংক্রমিত হন সে রাজ্যে।  এই নিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো চল্লিশ। নতুন করে মারা যান তিনশো এক জন। নতুন সংখ্যা নিয়ে মৃতের সংখ্যা বেড়া দাঁড়ায়  ৫৭,৩২৯-এ।  সাত এপ্রিল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে হয় ঊনষাট হাজার নশো সাত। রাজ্যে সুস্থতার হার ৮১.৯৬ শতাংশ। মৃত্যু হার এক দশমিক চুয়াত্তর শতাংশ।