নয়াদিল্লি : ৭৫ বছর বয়স হয়ে গেলে সরে যাওয়া উচিত নেতাদের। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল কংগ্রেস। কংগ্রেস খোঁচা দিয়ে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তাঁর এই মন্তব্য। প্রধানমন্ত্রী মোদি এবং ভাগবত উভয়েই সামনের সেপ্টেম্বর মাসে ৭৫ বছর পূর্ণ করবেন, তাঁদের জন্মদিন ছয় দিনের ব্যবধানে।

এই পরিস্থিতিতে পাঁচ দেশের সফর থেকে ফিরে আসা (যা এখন পর্যন্ত মোদির দীর্ঘতম কূটনৈতিক মিশন) প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বেচারা পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ! স্বদেশে কী প্রত্যাবর্তন - ফিরে আসার পর আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে তিনি ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৭৫ বছর পূর্ণ করবেন। " রমেশ আরও লিখেছেন যে, প্রধানমন্ত্রী অবশ্য আরএসএস প্রধানকেও মনে করিয়ে দিতে পারেন যে তিনিও ১১ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সী হবেন। "এক তীর, দুটি লক্ষ্য," মাইক্রো-ব্লগিং সাইটে এমনই পোস্ট করেছেন কংগ্রেস নেতা।

 

কোথায় মন্তব্য ভাগবতের ?

নাগপুরে প্রয়াত আরএসএস আদর্শবাদী মরোপন্থ পিংলের প্রতি উৎসর্গীকৃত এক বই প্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত এই মন্তব্য করেন। আরএসএস প্রধান নির্দিষ্টভাবে পিংলের মন্তব্য তুলে ধরেন। সেই অনুযায়ী, যখন ৭৫ বছরের শাল একজনের উপর ঝোলানো হয়, তখন তার অর্থ হল তিনি একটি নির্দিষ্ট বয়সে পৌঁছেছেন এবং তাঁর উচিত সরে গিয়ে অন্যদের কাজ করতে দেওয়া। 'Moropant Pinglay: The Architect of Hindu Resurgence' বই প্রকাশ করেন ভাগবত। বইপ্রকাশ অনুষ্ঠানে তিনি আরএসএস নেতার নম্রতা, দূরদর্শিতা এবং জটিল ধারণাগুলিকে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করার অনন্য ক্ষমতার কথা স্মরণ করেন।