নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন আরও বাড়ানো হতে পারে বলে যে সব খবর রটেছে, তা সম্পূর্ণ গুজব। এক বিবৃতিতে এ কথা জানাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা জানিয়েছেন, লকডাউনের সময়সীমা বাড়ানোর এখনই কোনও পরিকল্পনা নেই।


দেশে এখনও প্রতিদিন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, আসছে মৃত্যুর খবরও। শোনা যাচ্ছিল, করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র লকডাউন আরও বাড়ানোর কথা ভাবছে। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এ খবর নেহাত গুজব। স্বরাষ্ট্রসচিব বলেছেন, এ ধরনের খবরে তিনি বিস্মিত, লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।


১৪ এপ্রিল শেষ হতে চলেছে লকডাউন।