নয়াদিল্লি: ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন 'স্পুটনিক ভি' তৈরি করতে ইচ্ছুক মস্কো। এমনটাই জানালেন রুশ ভ্যাকসিন গবেষণায় প্রধান অর্থ জোগানকারী সংস্থার সিইও। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ বলেন, ভারতে 'স্পুটনিক ভি' ভ্যাকসিনের উৎপাদনে আগ্রহী মস্কো।
গত সপ্তাহে বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনের ঘোষণা করে রাশিয়া। সূত্রের খবর, রুশ ভ্যাকসিনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভারত। এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ বলেন, ভারতে 'স্পুটনিক ভি' উৎপাদনের কথা মাথায় রেখে এদেশের নিয়ন্ত্রক ও উৎপাদনকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে রাশিয়া।
তিনি বলেন, ভারত, ভারতীয় গবেষক ও এদেশের উৎপাদনকারীদের সঙ্গে আমাদের যথেষ্ট সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত আমাদের প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল। তিনি যোগ করেন, কোভিড-১৯ ভ্যাকসিনের গণ-উৎপাদন করার ক্ষমতা ভারতের রয়েছে। তাই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ভারতকে অংশীদার হিসেবে পেতে ইচ্ছুক রাশিয়া।
দিমিত্রিয়েভ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন তিনি ভারতে রুশ ভ্যাকসিন প্রস্তুত করতে রাজি। এই সেক্টরে ভারত প্রচুর বিনিয়োগ করেছে। ভারতে প্রথম সারির সংস্থা ও ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা আগে থেকেই রয়েছে। তাই, এখানে 'স্পুটনিক ভি' তৈরি করতে ইচ্ছুক মস্কো।
তিনি আরও জানান, ভারতে রুশ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতেও রাজি রাশিয়া। আমরা ভারত সহ ২০ দেশের সঙ্গে কাজ করব। আমরা চাই, ভ্যাকসিনকে সহজলভ্য করতে।