নয়া দিল্লি: দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি বাণিজ্য বৈঠক চলছে দেশে। সেখানে যোগ দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেই বৈঠকে তিনি জানিয়েছেন, রাশিয়া ভারতীয় ব্যাঙ্কগুলিতে কয়েক কোটি হাজার টাকা রেখেছে, অথচ তা কোনওভাবেই ব্যবহার করতে পারছে না।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি মিটিংয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এখন এই বিষয়টি সত্যিই সমস্যার। আমরা এই অর্থ ব্যবহার করতে চাই। কিন্তু সেটার জন্য এই ভারতীয় মুদ্রাগুলির কারেন্সি বদলাতে হবে। সেই নিয়েই এখন কথা চলছে।'
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২২-২৩ আর্থিক বছরে প্রথম ১১ মাসে রাশিয়ায় ভারতের মোট রপ্তানি কমেছে ১১.৬ শতাংশ। অন্যদিকে, আমদানি প্রায় পাঁচগুণ বেড়ে হয়েছে ৪১.৫৬ বিলিয়ন ডলার। গত বছর তেল শোধনাগারে ছাড়ের পর রাশিয়া তেল সংগ্রহে জোর দিতেই পরিসংখ্যানে বদল ঘটে। ডেটা ইন্টেলিজেন্স ফার্ম ভর্টেক্সা লিমিটেডের তথ্য অনুসারে, রাশিয়ান অশোধিত তেলের আমদানি এপ্রিল মাসে রেকর্ড ১.৬৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।
রাশিয়ান ব্যাঙ্কগুলির উপর নিষেধাজ্ঞা এবং সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে লেনদেনের উপর নিষেধাজ্ঞার পরে ক্রেমলিন প্রাথমিকভাবে ভারতকে জাতীয় মুদ্রায় বাণিজ্য করা শুরু করেছিল। ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স অফ ইকোনমিক ডেভেলপমেন্টের তরফে বলা হয়েছে, ভারতে অবস্থিত রাশিয়ার সেই 'Frozen Fund' নিয়েই এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে।
এদিকে রাশিয়া ভারতের অস্ত্র ও সামরিক হার্ডওয়্যারের বৃহত্তম সরবরাহকারী। ভারতের থেকে রাশিয়া পায় প্রায় ২ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু সেই বিল ডলারে নিষ্পত্তি হয়নি, অন্যদিকে, রাশিয়াও 'রুপি'তে সেই টাকা নিতে অস্বীকার করেছে। ভারত ছাড়াও দক্ষিণ-পশ্চিম এশিয়ার একাধিক দেশ তাঁদের নিজস্ব কারেন্সিতেই টাকা পরিশোধ করার চেষ্টা করে কর ছাড়ের সুবিধা নেওয়ার জন্য।
আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!