জনসংযোগে অভিষেক : জনসংযোগ যাত্রায় আজও মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবগ্রামে জনসভা করবেন। কান্দির জীবন্তী, শেরপুর ও মনোহরপুরে করবেন রোড শো।
গ্রেফতার তৃণমূল নেতা রাজু : বেলেঘাটায় গুলিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্কর গ্রেফতার। ৭ দিনের মাথায় ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার রাজু সহ ৪। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল : বেলেঘাটার ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দ্বন্দ্বটা ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর। যাতে নাম জড়িয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। এই ঘটনায় দলের একাংশের দিকে আঙুল তুলেছেন ধৃত রাজু নস্করের ছেলে স্বরাজ নস্কর। স্বরাজ উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ৩০ এপ্রিলের ঘটনার জন্য তিনি দায়ী করেছিলেন উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রণবীর সাহাকে। রণবীরকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার হলেন স্বরাজের বাবা, তৃণমূল নেতা রাজু নস্করও।
গুলি-বোমাবাজিতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা : পঞ্চায়েত ভোটের আগে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। গুলিতে জখম তৃণমূল কর্মী তৈয়ব আলি মণ্ডল। অবস্থার অবনতি হওয়ায় রাতে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। শ্যুটআউটের পর আক্রান্তর বাড়ির অদূরে খুড়িগাছি গ্রামে বোমাবাজি হয়। বোমাবাজিতে জখম হন ৩ গ্রামবাসী।
গোপন ব্যালটেও 'ছাপ্পা' : তৃণমূলের নবজোয়ারে ফের ব্যালট বিশৃঙ্খলা। বহরমপুরে গোপন ব্যালটে ছাপ্পা ভোট, ভুয়ো ভোটারের অভিযোগ। কর্মীদের মধ্যে হাতাহাতি, ছোড়া হল চেয়ার।
'নির্দলে জিতলে ফেরত নয়' : ১০ শতাংশ লোক চায় না তাঁদের বাইরে কেউ প্রার্থী হোক। নির্দল বা গোঁজ প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীকে হারাতে চায়। দাদা-দিদির পা ধরে দলে জায়গা হবে না। হুঁশিয়ারি অভিষেকের।
'নির্দল হলে হিসাব দিন': মমতার ঠিক করা প্রার্থী অপছন্দ দরজা খোলা। টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ালে যা খেয়েছেন তার হিসেব দিন। হুঁশিয়ারি উদয়নের। তৃণমূল মানেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির।
অধিকার-তরজা : তৃণমূল জিতলে মানুষ তাঁর অধিকারের টাকা পাবে, নাহলে বঞ্চিত হবেন। দাবি অভিষেকের। স্বপ্ন দেখাচ্ছেন, কটাক্ষ সুকান্তর। তৃণমূল-বিজেপির বোঝাপড়া, আক্রমণ সুজনের।
কলকাতায় আসছেন অমিত শাহ : আজ রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। অংশ নেবেন না কোনও রাজনৈতিক কর্মসূচিতে। বাতিল বহরমপুরের সভা। মঙ্গলবার যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।