Russia Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাশুল ! রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ (UNHRC) থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে (Russia)। আমেরিকার প্রস্তাবে সাড়া দিয়েছে অনেকগুলি দেশ।
Russia suspended from UNHRC: রাশিয়াকে সরাতে কী অবস্থান নিল কোন দেশ ?
বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব আনে আমেরিকা। রাষ্ট্রসংঘে প্রস্তাবটির পক্ষে 93টি, বিপক্ষে 24টি ভোট পড়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট থেকে বিরত ছিল 58টি দেশ। এখানে 18টি দেশ ভোটদানের যোগ্যতা না থাকায় কোনও অবস্থান নিতে পারেনি।
Russia Ukraine War: আমেরিকার ডাকে কী করল ভারত ?
সবথেকে বড় বিষয়, এবারও রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থেকেছে ভারত। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার প্রস্তাবেও সাড়া দেয়নি দেশ। মূলত, 'মানবাধিকার পরিষদে রাশিয়ান ফেডারেশনের সদস্যপদ স্থগিত করা'-র নামে প্রস্তাব আনে আমেরিকা। যেখানে ভারত ছাড়াও ভোটদান থেকে বিরত থাকে বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ছাড়াও সংযুক্ত আরব আমিশাহি (UAE)।
Russia suspended from UNHRC: রাশিয়া নিয়ে কী অবস্থান ভারতের ?
পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাস থেকে এই নিয়ে ৮ বার রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভোটদান থেকে বিরত থাকল ভারত। রাশিয়ার থেকে কম দামে তেলের বরাত পাওয়ার পাশাপাশি ইউক্রেনকেও ওষুধ দিয়ে সাহায্য করছে দেশ। প্রথম থেকেই রাশিয়ার ইউক্রেনের ওপর আগ্রাসন নিয়ে সতর্ক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। প্রতিবারই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার কথা বলেছে ভারত।
Russia suspended from UNHRC: কী সিদ্ধান্ত নিল প্রাক্তন USSR-ভুক্ত দেশগুলি
আমেরিকার রাশিয়াকে সাসপেন্ডের প্রস্তাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ৬টি দেশ। যার মধ্যে নাম রয়েছে রাশিয়ারও। যদিও ইউক্রেনকে নিয়ে বাকি ৬টি দেশ প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। যদিও 'নন ভোটিং মেম্বার' হওয়ায় ভোট দিতে পারেনি ৩টি দেশ।
Russia Ukraine War: রাশিয়ার পাশে দাঁড়াল চিন
আমেরিকার এই প্রস্তাবে মুখ ফিরিয়ে নিয়েছে চিনও। সরাসরি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেজিং। আন্তর্জাতিক বিশ্বে কমিউনিস্ট শাসিত চিনে এমনিতেই রাশিয়ার সঙ্গে সখ্যতা রয়েছে। এবার নিজেদের 'বন্ধুত্বের' পরিচয় দিল চিন।