ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে রাজ্যে ফিরলেন ১৪ জন পড়ুয়া (Students)। গতকাল অর্থাৎ শনিবার দিল্লি (Delhi) থেকে কলকাতায় (Kolkata) পৌঁছেছেন তাঁরা। 


কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছনোর পর জেলার বাসিন্দাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে রাজ্য সরকার (West Bengal Government)। ইউক্রেন ফেরত পড়ুয়াদের অভিযোগ, নানা প্রতিকূলতা পেরিয়ে হাঙ্গেরি, রোমানিয়া বা পোল্যান্ড সীমান্তে নিজেদের উদ্যোগেই আসতে হয়েছে তাঁদের। ভারতীয় দূতাবাসের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ পড়ুয়াদের। 


তবে যুদ্ধভূমি থেকে ছেলেমেয়েরা নিরাপদে ঘরে ফেরায় বেজায় খুশি পরিবার। বিনিদ্র রাত কাটছে বিগত বেশ কিছুদিন ধরে। এবার খানিক স্বস্তি।  


অন্যদিকে, ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের সরকারের সূত্রে খবর সোমবার হবে সেই বৈঠক। এর আগে একাধিকবার বৈঠক হলেও তাতে সমাধান সূত্র বেরোয়নি। ইতিমধ্যেই শনিবার দশম দিনে পড়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ।


সম্প্রতি জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেখানে আলোচনার জন্য দরজা খোলা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। যদিও রাশিয়ার সমস্ত শর্ত মেনে নিলে তবেই আলোচনা এগোবে, এমনটাও দাবি করেছিলেন তিনি। ন্য়াটোয় ইউক্রেনের যোগ না দেওয়া, ডনবাস এলাকার স্বীকৃতি-সহ একাধিক দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন তিনি।


আরও পড়ুন: Vladimir Putin: 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ', হুঁশিয়ারি পুতিনের


ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার বৈঠকে যিনি মধ্যস্ততাকারী ছিলেন শনিবার তিনি খুন হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযোগের তির ইউক্রেনের দিকে। এই পরিস্থিতিতে সোমবার আলোচনা আদৌও ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। 


রুশ হামলায় ইউক্রেনে লক্ষাধিক গৃহহীন, জানাল রাষ্ট্রপুঞ্জ। শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের।  ইউক্রেনে এখনও অসহনীয় অবস্থার মধ্যে আটকে বহু ভারতীয়। যদিও খারকিভ থেকে সমস্ত ভারতীয়কে উদ্ধারের দাবি বিদেশমন্ত্রকের।