কিভ: ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের সরকারের সূত্রে খবর সোমবার হবে সেই বৈঠক। এর আগে একাধিকবার বৈঠক হলেও তাতে সমাধানসূত্র বেরোয়নি। ইতিমধ্যেই শনিবার দশম দিনে পড়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ।


সম্প্রতি জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেখানে আলোচনার জন্য দরজা খোলা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। যদিও রাশিয়ার সমস্ত শর্ত মেনে নিলে তবেই আলোচনা এগোবে, এমনটাও দাবি করেছিলেন তিনি। ন্য়াটোয় ইউক্রেনের যোগ না দেওয়া, ডনবাস এলাকার স্বীকৃতি-সহ একাধিক দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন তিনি।


ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার বৈঠকে যিনি মধ্যস্ততাকারী ছিলেন শনিবার তিনি খুন হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযোগের তির ইউক্রেনের দিকে। এই পরিস্থিতিতে সোমবার আলোচনা আদৌও ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। 


এই যুদ্ধের মধ্যেই ক্রেমলিনে পুতিনের সঙ্গে দেখা করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।  যুদ্ধ বিরতি ঘোষণা করলেও এরই মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে, 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ'। যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে অব্যাহত রুশ হামলা। তবে পিছপা হয়নি ইউক্রেনও। পাল্টা হামলা ইউক্রেনেরও। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করেছে তাঁরা। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করে গ্রেফতারও হয়েছেন পাইলট।            


আরও পড়ুন: রাশিয়ার দখলে খেরসন, রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের


আরও পড়ুন: ইউক্রেনে ভাড়াটে সৈন্য? রাশিয়ার নিশানায় পশ্চিমী দুনিয়া