কিভ: শুক্রবার নবম দিনে পড়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এখনও সেখানে আটকে রয়েছে একাধিক ভারতীয় নাগরিক। যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছে ভারত সরকার।  রোমানিয়া-সহ ইউক্রেনের বিভিন্ন পড়শি দেশের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে ওই পড়ুয়াদের। উদ্ধারকাজ দেখতে শুক্রবারই ভারতীয় দূতাবাসের একটি দল পৌঁছেছে ইউক্রেন পোল্যান্ড সীমান্তের বুডোমেইর (budomeirz) এবং শেহয়নি-মেডকায় (shehyni-medyka)।  এই সীমান্তে সহজে পারাপারের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। বিষয়টি নিয়ে টুইটও করেছে তারা। দিনের বেলা এই সীমান্ত দিয়ে পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে আটকে পড়া পড়ুয়াদের। রাতের বেলা সীমান্তে অপেক্ষা করতে বারণ করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়, সীমান্তের প্রহরীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। সব চেকপোস্টেই অ্যাম্বুল্যান্স তৈরি রয়েছে বলে জানানো হয়েছে দূতাবাসের তরফে।


 






ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ভারত সরকার শুরু করেছে অপারেশন গঙ্গা। তার মাধ্যমেই দেশে ফেরানো হচ্ছে পড়ুয়া ও নাগরিকদের। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় অন্তত তিন হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। ১৫টি বিমানে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের। এখনও পর্যন্ত প্রায় সাত হাজার নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ১৮টি বিমান তৈরি হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ভারতীয় বিমানবাহিনীর বিমানও। এছাড়াও এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বেসরকারি বিমান সংস্থা ভারতীয়দের ফিরিয়ে আনতে কাজ করছে।


সূত্রের খবর, যুদ্ধ শুরুর পর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। এর মধ্য়ে এমনও অনেক ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁরা ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি। যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরাতে ২৪ ঘণ্টাই কাজ করছে ভারতের বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম এবং ভারতীয় দূতাবাসগুলির কন্ট্রোল রুম।


আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে কোনও রকমে প্রাণ রক্ষা, সন্তানের নাম 'গঙ্গা' রাখতে চান কেরলের অভিজিৎ


আরও পড়ুন: 'যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে', আশ্বাস প্রধানমন্ত্রীর