নয়াদিল্লি: ফের একটি সামরিক মহড়া বাতিল করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার মহড়া (Indian Air Force's exercise) বায়ু শক্তি (vayu shakti)আপাতত হচ্ছে না। সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে এখনই এই অনুষ্ঠান করা হবে না। এই মহড়ায় বায়ুসেনার ১৪৮ বিমান এবং বেশ কিছু এয়ার ডিফেন্স পরিকাঠামোর অংশগ্রহণ করার কথা ছিল। যদিও বিষয়টি নিয়ে শুক্রবার রাত পর্যন্ত বাহিনীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ৭ মার্চ এই মহড়াটি হওয়ার কথা ছিল। ১৯৫৩ সালে শুরু হয়েছিল এই প্রদর্শনী। ২০১৯ সালে শেষবার হয়েছিল ওই অনুষ্ঠান।

  


সব ঠিক থাকলে রাজস্থানের বিকানেরে এই মহড়া হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগে আরও একটি অনুষ্ঠান বাতিল করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেবার DefExpo বাতিল করা হয়েছিল। গান্ধীনগরে ১০ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত হতো ওই অনুষ্ঠান। ইংল্যান্ডে হতে চলা সামরিক মহড়া কোবরা ওয়ারিয়র থেকেও নাম তুলে নিয়েছে ভারতীয় বায়ুসেনা।


রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আন্তর্জাতিক পরিস্থিত যথেষ্ট টালমাটাল। ওই যুদ্ধের ফলে সমস্যায় পড়েছে একাধিক ভারতীয় পরিবারও। তাঁদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য শুরু হয়েছে অপারেশন গঙ্গা (operation ganga)। ইউক্রেনের (ukraine) পড়শি দেশগুলির মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের। এখনও বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছে ইউক্রেনে। দেশে ফেরার জন্য বহু পথ অতিক্রম করে পোল্যান্ড বা রোমানিয়ার সীমান্তে আসতে হচ্ছে তাঁদের। ইতিমধ্যেই রাশিয়ার গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। আরও এক ভারতীয় পড়ুয়া গুলিতে জখম হয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া একাধিক ভারতীয়কে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা ভারত সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ভারতের মাটিতে এতবড় সামরিক মহড়া আয়োজন করলে দেশের মাটিতেই বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই ভেবেই এখন অনুষ্ঠান আয়োজন করা থেকে পিছিয়ে আসা হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।


আরও পড়ুন: ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা, চরম সতর্কতা