কিয়েভ: ইউরোপের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইউক্রেনে আক্রমণ পুতিনের রাশিয়ার (russia)। সূদূর ইউরোপে যুদ্ধের আবহে প্রবল উদ্বেগে পড়েছে একাধিক ভারতীয় পরিবার। কিন্তু কেন? কারণ ইউক্রেনে (ukraine) রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। পূর্ব ইউরোপের দেশটিতে পড়তে যা বহু বাঙালি পড়ুয়াও। বিশেষ বিমানে কেউ কেউ ফিরে এলেও, এখনও যুদ্ধের কারণে অনেকেই আটকে পড়েছেন ভিনদেশের মাটিতে।
কিন্ত পূর্ব ইউরোপের তুলনামূলক কম বিখ্যাত দেশটিতে কেন পড়তে যান ভারতীয়রা?
আয়ত্ত্বে পড়াশোনার খরচ
ইউক্রেনে পড়তে যাওয়া একাধিক ভারতীয় পড়ুয়া সেদেশে ডাক্তারি (medical) পড়তে যান। কারণ, ভারতে ডাক্তারি পড়ার যা চাহিদা। তার তুলনায় আমাদের দেশে ডাক্তারির আসন অনেক কম। ভারতে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে যা খরচ, তার তুলনায় ইউক্রেনে খরচ অনেক কম। তার সঙ্গেই সেদেশের ডাক্তারি সংক্রান্ত পড়াশোনার কাঠামোও যথেষ্ট উন্নত। ফলে পড়ুয়াদের অনেকেরই পছন্দের জায়গা ইউক্রেন।
থাকার খরচ কম
ইউক্রেনের থাকার খরচ ইউরোপের অন্য দেশগুলির তুলনায় কম। সেদেশে জীবনযাত্রার দৈনিক খরচ, থাকা-খাওয়ার খরচও তুলনায় অনেকটাই কম। দীর্ঘদিন ধরে পড়াশোনার সময় এই খাতে খরচ কম হওয়ার জন্য অনেকেই ইউক্রেনকে বেছে নেন। ভর্তির সুবিধা
ইউরোপের অন্য দেশগুলির তুলনায় ইউক্রেনের মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বা প্রাপ্ত নম্বরের বিষয়টি নিয়ে তুলনামূলক শিথিলতা রয়েছে। সেটিও ভর্তির চাহিদার অন্যতম একটি কারণ।
ডিগ্রির স্বীকৃতি
ইউক্রেন থেকে পাওয়া ডাক্তারির ডিগ্রি বিশ্ব স্বাস্থ্য কাউন্সিল (World Health Council) থেকে স্বীকৃত। এছাড়া ওই ডিগ্রি ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (Indian Medical Council), ইউরোপিয়ান কাউন্সিল অফ মেডিসিন (European Council of Medicine) এবং জেনারেল মেডিক্যাল কাউন্সিল অফ দি ইউনাইটেড কিংডম (General Medical Council of the United Kingdom) থেকেই স্বীকৃতি পায়। যার ফলে চাকরি পেতে সুবিধে হয়।
ব্যবসায়িক সম্পর্ক
UN comtrade data অনুযায়ী ভারত ও ইউক্রেনের মধ্যে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের ব্যবসায়িক লেনদেন রয়েছে। বিদ্যুৎসামগ্রী এবং রাসায়নিক দ্রব্যের রফতানি-আমদানিও হয়ে থাকে। দুই দেশের ব্য়বসায়িক সম্পর্ক ভাল থাকলে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়েও পড়ুয়া যাতায়াত হওয়া স্বাভাবিক।