নয়া দিল্লি: আকাশপথে যুদ্ধবিমানের গোলাবর্ষণ। ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে রুশ ট্যাঙ্কের গর্জন। রাশিয়ার মাটি থেকে ইউক্রেনের দিকে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রকেট। গর্জনে কেঁপে উঠছে চারপাশ। রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা, কিভ-এও (Kyiv) ঢুকল ট্যাঙ্ক। এদিকে, রাশিয়ার তরফে সাফ জানান হয়েছে যে আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা পুতিনের, এমনটাই সূত্রের খবর। 


জানা গিয়েছে, ফোনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের সঙ্গে কথা বলতে রাজি পুতিন, দাবি চিনা সরকারের আধিকারিকের। 






সূত্রের খবর, শি জিনপিং উল্লেখ করেছেন যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন চিন এমনটাই জানান হয়েছে।                                                    


এদিকে, ইউক্রেনে আটকে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয়। সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এই বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদিও। যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে, তাই সড়কপথে প্রতিবেশী দেশ হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডে ভারতীয়দের আনা হবে। সড়কপথে ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই ম্যাপিং করা হয়েছে। বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তে।