মস্কো: করোনা টিকা সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টায় নেমে পড়েছে রাশিয়ার হ্যাকাররা। আমেরিকা, ইংল্যান্ড ও কানাডার গোয়েন্দারা অভিযোগ করেছেন, রুশ গোয়েন্দারা তাঁদের অত্যন্ত গোপনীয় করোনা টিকা সংক্রান্ত গবেষণামূলক তথ্য চুরির জন্য একাধিক সাইবার অ্যাটাক করেছে।
ইংল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলেছে, এই হ্যাকিং গ্রুপের নাম এপিটি২৯ বা দ্য ডিউকস বা কোজি বেয়ার। তারা ৯৫ শতাংশের বেশি নিশ্চিত, এই হ্যাকাররা রাশিয়ান গোয়েন্দা বিভাগের অংশ। এরা কোন কোন করোনা গবেষণা সংস্থাকে টার্গেট করা হয়েছে বা টপ সিক্রেট কোনও তথ্য চুরি হয়েছে কিনা তা পরিষ্কার করে জানায়নি সিকিউরিটি সেন্টার। তবে এই সাইবার অ্যাটাকে করোনা গবেষণার কাজ বন্ধ হয়নি বলে জানিয়েছে তারা।
কুখ্যাত এই রুশ হ্যাকার গোষ্ঠী রাশিয়ার গোয়েন্দা সংগঠনের সঙ্গে জড়িত, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক সাইবার অ্যাটাকের অভিযোগ উঠেছে। ২০১৬-য় মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময়ইউএস ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইটও নাকি হ্যাক করে এরা। ইংল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সঙ্গে যৌথভাবে রুশ হ্যাকারদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কানাডিয়ান কমিউনিকেশন সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। তাতে সহমত প্রকাশ করেছে ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি।
করোনা টিকা বার করার জন্য ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ কোমর বেঁধে নেমেছে। কিন্তু টিকা সংক্রান্ত গবেষণা চুরির চেষ্টা এর আগে ওঠেনি। তাও এবার অভিযোগ উঠেছে রাষ্ট্রের সমর্থন পাওয়া হ্যাকারদের বিরুদ্ধে। অভিযোগকারী সবকটি দেশেরই দাবি, এ কাজের পিছনে রুশ গোয়েন্দাদের হাত রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গোটা ২০২০ ধরেই এপিটি২৯ করোনা টিকা সংক্রান্ত গবেষণা চুরির চেষ্টা করছে, সম্ভবত তারা এ ব্যাপারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করতে চায়।
রাশিয়া অবশ্য দাবি করেছে, এ কাজে তাদের কোনও হাত নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিটেনের ওষুধ কোম্পানি ও গবেষণা সংস্থাগুলি থেকে তথ্য চুরির চেষ্টা সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। একটা কথাই শুধু বলতে পারেন, রাশিয়া এ ব্যাপারে জড়িত নয়। এ সপ্তাহের শুরুতেই রাশিয়া দাবি করেছে, সফলভাবে মানবশরীরে করোনা টিকা পরীক্ষার প্রথম পর্যায় সম্পূর্ণ করেছে তারা। কিন্তু কী কী উপাদান দিয়ে এই টিকা তৈরি করা হয়েছে, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানায়নি।
করোনা টিকার গোপন গবেষণা চুরি করার চেষ্টায় রুশ হ্যাকারবাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 11:04 AM (IST)
এ সপ্তাহের শুরুতেই রাশিয়া দাবি করেছে, সফলভাবে মানবশরীরে করোনা টিকা পরীক্ষার প্রথম পর্যায় সম্পূর্ণ করেছে তারা। কিন্তু কী কী উপাদান দিয়ে এই টিকা তৈরি করা হয়েছে, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানায়নি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -