নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ক্রমশই পরিস্থিতি জটিল হয়ে উঠছে ইউক্রেনে। সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ছে রুশ সেনাবাহিনী। সংবাদসংস্থা এপি জানিয়েছে এবার রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর। ধীরে ধীরে আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে তাঁরা। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা ইউক্রেনের রাজধানীর বাইরে একটি কৌশলগত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।
যুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ সেনা। বেলারুশের দিক থেকে কিয়েভে রুশ সেনা ঢুকেছে বলে খবর। তুমুল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার বিমানহানাও। কিয়েভের আকাশে ধ্বংস হয়েছে ইউক্রেনের বিমান। ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের জওয়ান সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। পাল্টা হামলায় ৮০০ জন রুশ সেনাকে মারতে সক্ষম হয়েছে তারা, দাবি ইউক্রেনের। সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। কোনও ব্রিটিশ বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া।
আরও পড়ুন, ইউক্রেন দখল কার্যত সময়ের অপেক্ষা, আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ, হুঁশিয়ারি রাশিয়ার
এদিকে, রাশিয়ার তরফে সাফ জানান হয়েছে যে আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা পুতিনের, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ফোনে চিনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের সঙ্গে কথা বলতে রাজি পুতিন, দাবি চিনা সরকারের আধিকারিকের।
রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা, কিভেও (Kyiv) ঢুকল ট্যাঙ্ক। এদিকে, এই পরিস্থিতিতে আলোচনার জন্য তৈরি ইউক্রেন, দাবি রুশ সংবাদসংস্থার। অন্যদিকে রাশিয়ার তরফে সাফ জানান হয়েছে যে আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই আবহে আলোচনার জন্য পুতিনের কাছে বার্তা ইউক্রেনের। এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।